For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজিনগরে দম্পতি খুনের মতো ঘটনা কমাতে উপায় মমতার! নবান্ন থেকে করলেন ঘোষণা

নেতাজিনগরে বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন নবান্ন থেকে তিনি হুঁশিয়ারিও দেন।

  • |
Google Oneindia Bengali News

নেতাজিনগরে বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন নবান্ন থেকে তিনি হুঁশিয়ারিও দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মার্ডার করে জায়গা দখল করা যাবে না। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য তিনি পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

রাজ ঠাকরে চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর মুখে এদিন উঠে আসে নেতাজিনগর এবং সোনারপুরে দম্পতি খুনের ঘটনা। প্রসঙ্গত মঙ্গলবার সকালে এই দুই ঘটনা সামনে আসে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, মার্ডার করে জায়গা দখল করা যাবে বলে যদি কেউ মনে করেন, তা হবে না। নেতাজিনগরে যাঁদের মারা হয়েছে তাঁদের নামে স্তম্ভ লাগানো হবে। এটা করলে লোভ কমবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার সকালে নেতাজিনগর এলাকার একটি বাড়ি থেকে ৮০ বছরের দিলীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী বছর ৬৫-র স্বপ্না মুখোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হয়। তাঁরা ওই বাড়িতে একাই থাকতেন।

তদন্তে সাহায্য সিসিটিভি ফুটেজের

তদন্তে সাহায্য সিসিটিভি ফুটেজের

এলাকায় একাধিক সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই ফুটেজে আপাতত একজনের গতিবিধি সন্দেহজনক বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজন পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। বাড়িতে রঙের কাজ করে যাওয়া বেশ কয়েকজন রঙের মিস্ত্রির পাশাপাশি প্রোমোটরদের দিকেও নজর রয়েছে পুলিশের। পাশাপাশি আত্মীয়দের দিকেই নজর রাখা হচ্ছে।

বৃদ্ধ দম্পতির উইলের খোঁজ চলছে

বৃদ্ধ দম্পতির উইলের খোঁজ চলছে

বৃদ্ধ দম্পত্তি উইল করেছিলেন বলে জানা গিয়েছে। তবে আলমারি থেকে সেই উইল খুঁজে পাওয়া যায়নি। খুনিরা সবকটি আলমারি খুলতে পারলেও, একটি আমলমারি খুলতে পারেনি। সেই আলমারিতেই ৩০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতির ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে গিয়েছে খুনিরা। তবে সেটি বাড়ি থেকে দেড় কিমি দূরে গিয়ে বন্দ করা হয়।

English summary
Mamata Banerjee warns on Netajinagar elderly couple murder case from Nabanna. Elderly couple's body recovered on tuesday morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X