For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mamata Banerjee: G-20-র লোগোয় কেন পদ্মফুল, ময়ূর-বাঘ হলে দোষ কী ছিল? বিজেপিকে নিশানা মমতার

Mamata Banerjee: G-20-র লোগোয় কেন পদ্মফুল, ময়ূর-বাঘ হলে দোষ কী ছিল? বিজেপিকে নিশানা মমতার

Google Oneindia Bengali News

জি-২০ সামিটে যোগ দিতে িদল্লি রওনা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু েই জি-২০ সামিটের লোগো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ময়ুক বাঘ থাকতেও কেন পদ্মের ছবি জি-২০ সামিটে লাগিয়েছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী েই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জি-২০ সামিটেরও রাজনীতিকরণ করতে চাইছে বিজেপি এমনই অভিযোগ করেছেন তিনি।

লোগো বিতর্ক

লোগো বিতর্ক

আজই জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়েই দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লি উড়ে যাওয়ার আগে নতুন বিতর্কের সূচনা করে দিয়ে গেলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যা জি-২০ সামিটের লোগো নিয়ে প্রশ্ন তুলেছেন। লোগোতে কেন পদ্মফুলের ছবি ব্যবহার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এটা গোটা দেশের মর্যাদার বিষয়। আমি বাধা দিচ্ছি না। কিন্তু মৌলিক প্রশ্ন তো থেকেই যায় যে, পদ্মফুল থাকবে কেন? বাঘ-ময়ুর থাকলে কি হত?'

কী ব্যাখ্যা দিয়েছেন মমতা

কী ব্যাখ্যা দিয়েছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় লোগোতে পদ্মফুলের ছবি নিয়ে প্রশ্ন তোলার আগেই তার ব্যাখ্যা দিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গত মঙ্গলবার জি-২০ সামিটের লোগো উদ্বোধন করকে বলেছিলেন,' ওই লোগোর নীচে লেখা রয়েছে, বসুধ্বৈব কুটুম্বকম। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। পদ্ম হল আশা-প্রত্যাশার প্রতীক। ভয়ঙ্কর মহামারির পর গোটা দুনিয়া অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অস্থির পরিস্থিতিতে পদ্মফুল একটা আশার আলো দেখাচ্ছে। যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন পদ্মফুল ফুটবেই।'

মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ নেই

মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ নেই

গতবার অগাস্ট মাসে রাজ্যের দাবি দাওয়া আদায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হলুদ গোলাপ আর বাংলার মিষ্টি নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। সেসময় রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি সিবিআই তৎপরতা চরমে উঠেছিল। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। তারপরেই বিরোধীরা সমালোচনা শুরু করেছিল। সেটিং করতে মমতা মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে কটাক্ষ শুরু হয়। এই দিল্লি যাত্রা নিয়েও সেই সমালোচনা শুরু হয়েছিল। তারপরেই তিনি জানান এবার আর মোদীর সঙ্গে একক সাক্ষাৎকার নেই তাঁর।

গুজরাত নির্বাচন নিয়ে কটাক্ষ

গুজরাত নির্বাচন নিয়ে কটাক্ষ

গুজরাতের বিধানসভা নির্বাচন নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেিপকে নিশানা করতে ছাড়েননি। তিনি বলেছেন গুজরাতে ১০০-য় ১০০ পাবে বিজেপি। কারণ সেটা আর নির্বাচন কমিশনের নজরদারিতে হচ্ছে না। সেটা পরিচালনা করছে বিজেপি। আর নির্বাচন কমিশনের সেখানে কোনও কিছু করার নেই বলে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপি হয়তো ১০০-তে ১০০ পাবে, গুজরাত ভোট নিয়ে কেন এমন মন্তব্য মমতারবিজেপি হয়তো ১০০-তে ১০০ পাবে, গুজরাত ভোট নিয়ে কেন এমন মন্তব্য মমতার

English summary
Mamata Banerjee Target BJP Over Lotus picture on its Logo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X