For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯-এর একুশে কি ছাপিয়ে যেতে পারবে ১৮-কে, চোরাস্রোত বইছে তৃণমূলের অন্দরে

২৬তম একুশে জুলাই আদতে তৃণমূলের কামব্যাক সমাবেশ। এই সমাবেশের আগে তৃণমূলের অন্দরে চোরাস্রোত বইছে। তৃণমূল ধন্দে জমায়েতের ভিড় নিয়ে।

Google Oneindia Bengali News

২৬তম একুশে জুলাই আদতে তৃণমূলের কামব্যাক সমাবেশ। এই সমাবেশের আগে তৃণমূলের অন্দরে চোরাস্রোত বইছে। তৃণমূল ধন্দে জমায়েতের ভিড় নিয়ে। এতদিন মমতা মানেই ক্রাউড পুলার। চোখ বুজিয়ে ভিড়ের বন্যা বয়েছে। কিন্তু লোকসভা ভোটের পর হঠাৎ উল্টো স্রোত বইতে শুরু করেছে। তাতেই আশঙ্কা বেড়েছে।

একুশের চ্যালেঞ্জ, চোরাস্রোত বইছে তৃণমূলের অন্দরে

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ট্রেন কমিয়ে লোক আটকানোর চেষ্টা চলছে। তারপর দিলীপ ঘোষ আবার হুমকি দিয়েছে, নেতাদের আটকে রাখার। যতক্ষণ না কাটমানি ফেরত দিচ্ছেন ততক্ষণ একুশে জুলাইয়ের সমাবেশে যেতে দেওয়া হবে না। এমনই নানা চোরাস্রোতে জেরবার তৃণমূল।

শক্তি প্রদর্শনের এই একুশে-তে কি ছাপিয়ে যাওয়া যাবে ২০১৮-কে? তা নিয়েই ধন্দে পড়েছে তৃণমূল। কারণ শনিবার রাত পর্যন্ত যাঁরা এসেছেন, সেই ভিড় দেখে সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে আশাতীত লোক আসেনি। এখন ভরসা শুধু দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের তৃণমূলীরা রি পারবেন উত্তরের ঘাটতি পূরণ করে তৃণমূলকে অক্সিজেন জোগাতে?

মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে আঁটোসাঁটো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘুরে গিয়েছেন একুশের মঞ্চ থেকে। লোকসভা ভোটে বিপর্যয়ের পর প্রথম সমাবেশ ঘিরে সাজো সাজে রব। একুশে জুলাইয়ের এই মঞ্চ থেকে রবিবার একুশের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর ২১শে জুলাই থেকেই নয়া স্লোগান তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্লোগান উঠবে ব্যালট ছাড়া ভোট নয়।

English summary
Mamata Banerjee takes challenge to over 2018’s 21 July and gives message to BJP. She will raise slogan no ballot no vote.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X