For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই, জেভিয়ার্সের ডি-লিট সম্মান নিয়ে বললেন মমতা

সমাজের দুর্বল শ্রেণির প্রতিনিধিত্ব করতে চাই। আমি তাতেই সম্মানিত, গর্বিত। সমাবর্তনে মমতা

Google Oneindia Bengali News

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোnoপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট প্রদান করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রবিবার তাঁর হাতে সাম্মানিক ডি-লিট তুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি-লিট প্রদানের পর এই সম্মানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই, জেভিয়ার্সের ডি-লিট সম্মান নিয়ে বললেন মমতা

সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডি-লিট সম্মানে ভূষিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। হতে চাই তোমাদেরই লোক। যতদিন বাঁচব সম্মান নিয়ে বাঁচব। এই আমার প্রতিজ্ঞা।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মান পেয়ে অভিভূত মমতা বলেন, যে সম্মান আমাকে প্রদান করা হল, তা আমি মাথা পেতে গ্রহণ করলাম। সেইসঙ্গে তিনি জানালেন সমাজের দুর্বল শ্রেণির প্রতিনিধিত্ব করতে চাই। আমি তাতেই সম্মানিত, গর্বিত।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেশে একতা, সাম্য বজায় রাখা জরুরি বলে সওয়াল করেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। তিনি বলেন, দেশের সংবিধানকে বাঁচিয়ে রাখা জরুরি। তার জন্য আমাদের যা যা করণীয় তা করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার বার্তা দেন তিনি।

২০১৮ সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট সম্মানে ভূষিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে ডি-লিট সম্মান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাত থেকে এই সম্মান গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী।

এদিন উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে ডি-লিট সম্মানে ভুষিত করা হয়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বিশ্ববিদ্যালেয়ের সমাবর্তন অনুষ্ঠান এই সম্মান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর হাতে সাম্মানিক ডি-লিট প্রদান করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এই সম্মান প্রদান করা হচ্ছে, তা নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্যোে পাধ্যায়কে ডি-লিট সম্মানে ভূষিত করা হচ্ছে। এদিনের সমাবর্তন অনুষ্ঠানে মোট ৭৭০ জন ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিনই সেন্ট জেভিয়ার্শের নবনির্মিত প্রশাসনিক ব্লকের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে এই ব্লকেই উপাচার্য, রেজিস্টার ও কন্ট্রোলারের অফিস হবে। সেন্টে জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি-লিট নিয়েই মুখ্যমন্ত্রী উড়ে যান ত্রিপুরার উদ্দেশে। ত্রিপুরা. ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর তিন আগরতলায় একটি রোড শো-এ অংশ নেবেন।

English summary
Mamata Banerjee says I want to be a simple person after getting D-lit honor from St. Xavier’s University
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X