For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর ১৬টি নয়, এবার একটি মাত্র ফর্ম ফিলাপ করলেই মিলবে পেনশন, সৌজন্যে মমতা

পেনশনের সরলীকরণ করে দিল রাজ্য সরকার। তাই এখন আর অপেক্ষার প্রহর গুণতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই মিলবে পেনশন পরিষেবা।

  • |
Google Oneindia Bengali News

পেনশনের সরলীকরণ করে দিল রাজ্য সরকার। তাই এখন আর অপেক্ষার প্রহর গুণতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই মিলবে পেনশন পরিষেবা। আর দুঃস্বপ্নের মতো ১৬টি ফর্ম ফিলাপ করার ঝক্কি নেই, এবার এক ফর্মেই পেনশন প্রাপ্তি ঘটবে আপনার। পেনশনের প্রক্রিয়া সারতে আর দিনের পর দিন, ফর্ম ফিলাপের পর ফর্ম ফিলাপ করতে হবে না।

আর ১৬টি নয়, এবার একটি মাত্র ফর্ম ফিলাপ করলেই মিলবে পেনশন, সৌজন্যে মমতা

সোমবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে পেনশন প্রক্রিয়া সরলীকরণ হয়েছে। সরকার এই সরলীকরণের সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছিল। অবশেষে তা বাস্তব রূপ পেতে চলেছে। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর নোটিফিকেশন জারি করলেও, এতদিন পর তা ঠান্ডা ঘর থেকে বের হল।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পর সম্প্রতি প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়। রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। যার ফলে আগামীদিনে পেনশন প্রক্রিয়ার সরলীকরণ হচ্ছে। আগেকার মতো ১৬টি ফর্ম ফিলাপ করতে হবে না অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের।

[আরও পড়ুন:বৈশাখী কন্যার স্কুলে পরিবারের বর্ণনা! তবে শোভনের 'নতুন' নাম শুনলে চমকে যাবেন][আরও পড়ুন:বৈশাখী কন্যার স্কুলে পরিবারের বর্ণনা! তবে শোভনের 'নতুন' নাম শুনলে চমকে যাবেন]

আগে এই প্রক্রিয়া অনেক জটিল ছিল। মাথার ঘাম পায়ে ফেলে ১৬টি ফর্ম ফিলাপ করতে হত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। দিনের পর দিন ছুটতে হত, এখন সেই ঝঞ্ঝাট থেকে মুক্ত হতে চলেছে পেনশন প্রক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমবার এই কথা ঘোষণা করে হাওড়ার প্রশাসনিক বৈঠকে।

English summary
Mamata Banerjee’s government issues a notification to simple pension process. Now the application will be done just one time, not 16 times
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X