For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর না আছে নীতি, না আছে আয়োগ! ফের যোজনা কমিশনের সুপারিশ মমতার

আসন্ন লোকসভায় জিতে বিরোধী জোট ক্ষমতায় এলে নীতি আয়োগকে বাই বাই করে দেওয়া হবে। ফের ফিরিয়ে আনা হবে প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন।

Google Oneindia Bengali News

আসন্ন লোকসভায় জিতে বিরোধী জোট ক্ষমতায় এলে নীতি আয়োগকে বাই বাই করে দেওয়া হবে। ফের ফিরিয়ে আনা হবে প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে জানান, কমন মিনিমাম প্রোগ্রামে এই অ্যাজেন্ডা রাখা হবে। তৃণমূলও তাদের ইস্তেহারে যোজনা কমিশন ফিরিয়ে আনার সওয়াল করেছেন।

মোদীর না আছে নীতি, না আছে আয়োগ! ফের যোজনা কমিশনের সুপারিশ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেই যোজনা কমিশন তুলে দিয়েছিলেন। চালু করেছিলেন নীতি আয়োগ। কিন্তু এই নীতি আয়োগে কিছু কাজ হয় না। এদের না আছে নীতি, না আছে আয়োগ, না আছে উদ্যোগ। আসলে এসব হচ্ছে উঠল বাই তো কটক যাই। এই নীতি আয়োগে ভাষণ ছাড়া কিছু হয় না।

[আরও পড়ুন:কাশ্মীর সমস্যা সমাধান করতে না পারলে আমায় দায়িত্ব দিন, আমি গিয়ে থাকব, কথা বলব:মমতা ][আরও পড়ুন:কাশ্মীর সমস্যা সমাধান করতে না পারলে আমায় দায়িত্ব দিন, আমি গিয়ে থাকব, কথা বলব:মমতা ]

প্ল্যানিং কমিশনে বৈঠক হত রাজ্যগুলিকে নিয়ে, প্রত্যেক রাজ্য কীভাবে উন্নয়নমূলক কাজ করবে, কীভাবে তা রূপায়ণ করবে, তার রূপরেখা তৈরি হত। এটা নেতাজি সুভাষচন্দ্রের পরিকল্পনার অংশ ছিল। কিন্তু সেই প্ল্যানিং কমিশন তুলে দিয়ে তাঁরা নেতাজির ভাবধারাকে আঘাত করেছে। আসলে এটা ডেস্ট্রাকশন, কনস্ট্রাকশন নয়।

[আরও পড়ুন: বিজেপিতে ভোজপুরী সুপারস্টার! যোগী গড়ে জমজমাট ভোট ময়দান][আরও পড়ুন: বিজেপিতে ভোজপুরী সুপারস্টার! যোগী গড়ে জমজমাট ভোট ময়দান]

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আবার যোজনা কমিশন ফিরিয়ে আনব। আমরা আবার নেতাজির ভাবধারায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেশে মোদী সরকার এসে গণতান্ত্রিক পরিকাঠানো ভেঙে দিচ্ছে। তাই মোদী সরকারকে বিদায় জানালে হবে। যত তাড়াতাড়ি মোদী সরকার ক্ষমতা থেকে সরবে, ততই মঙ্গল দেশের।

[আরও পড়ুন: একশো দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা! নির্বাচনী ইস্তেহারে চাঞ্চল্যকর দাবি][আরও পড়ুন: একশো দিনের কাজ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা! নির্বাচনী ইস্তেহারে চাঞ্চল্যকর দাবি]

English summary
Mamata Banerjee pleas for Planning Commission against Niti-Ayog of Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X