For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির কাছ থেকে গড় উদ্ধারে এবার ময়দানে মমতা! পাহাড়ের পর টার্গেট জঙ্গলমহল

২০১৯-এর লোকসভা তৃণমূলের গড়ে উত্থান হয়েছিল বিজেপির। এবার সেই গড় পুনরুদ্ধারে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের পর এবার মুখ্যমন্ত্রীর গন্তব্য জঙ্গলমহল।

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা তৃণমূলের গড়ে উত্থান হয়েছিল বিজেপির। এবার সেই গড় পুনরুদ্ধারে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের পর এবার মুখ্যমন্ত্রীর গন্তব্য জঙ্গলমহল। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে নিজেই ময়দানে নেমে গড় পুনরুদ্ধার করতে চান তিনি। সেই লক্ষ্য নিয়েই পাহাড় সফর শেষ করেই উপহারের ডালি সাজিয়ে জঙ্গলমহলে যাচ্ছেন মমতা।

বিজেপির কাছ থেকে গড় উদ্ধারে ময়দানে মমতা! টার্গেট জঙ্গলমহল

জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ৬ ও ৭ অক্টোবর বিকেল চারটেয় তিনি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ৬ অক্টোবর বিকেলে চারটেয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরদিন অর্থাৎ ৭ অক্টোবর দুপুর দুটোয় তিনি প্রশানিক বৈঠক করবেন ঝাড়গ্রামে।

করোনা সংক্রমণের জেরে লকডাউন শুরু হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক বন্ধ ছিল। মাঝে ভার্চুয়াল বৈঠক হয়েছিল কযেকবার। তারপর পাহাড় দিয়ে শুরু প্রশাসনিক বৈঠক। পাহাড় থেকে ফিরেই তিনি জঙ্গলমহলে যাচ্ছেন। সেখানে প্রশাসনিক বৈঠকে করবেন জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে।

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সেখানে অনেকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আবার অনেকের সমালোচনা করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন কাজই প্রথম অগ্রাধিকার। কোনও কাজ ফেলে রাখা যাবে না, চটজলদি কাজ সেরে ফেলতে হবে।

English summary
Mamata Banerjee now target Janagalmahal to return back people’s support before 2021 Assembly Election. CM will do administrative meeting in Jangalmahal during two days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X