For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীর পর মমতাকে 'মা' বলে ডাক! বসিরহাটের মালতিপুরে জনসভা মাতালেন নুসরত

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাক। বসিরহাটের মালতিপুরের সভায় এই ডাক দেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান।

  • |
Google Oneindia Bengali News

জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাক। বসিরহাটের মালতিপুরের সভায় এই ডাক দেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেন, তিনি প্রার্থী নন, তাঁর মাকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ভোট দিন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেছিলেন বর্তমানে ঘাটাল থেকে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

ভারতীর পর মমতাকে মা বলে ডাক! বসিরহাটের মালতিপুরে জনসভা মাতালেন নুসরত

মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন তৎকালীন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। তারপর প্রশাসন ও রাজনীতিতে অনেক পরিবর্তন হয়েছে। সেই ভারতী ঘোষ এখন ঘাটালের বিজেপি প্রার্থী। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করলেন নুসরত জাহান। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন
নুসরতের বাবা মহম্মদ শাহাজাদ। নুসরত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত বাংলার জন্য পরিশ্রম করে চলেছেন। তৃণমূলকে ভোট দেওয়া মানে তাঁকেই ( মমতা বন্দ্যোপাধ্যায়) দেওয়া। উপস্থিত জনগণের পরিবারের সদস্য হিসেবে নিজেকে গণ্য করতে আবেদন করেন নুসরত। ভোট ভাগাভাগি না করতে তিনি আবেদন করেন। বলেন, প্রচুর ভোটে জিতে 'মা'য়ের হাত শক্ত করবেন।

বসিরহাটে মালতিপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনেতা বলেও সম্বোধন করেন নুসরত। মোদীকে কটাক্ষ করে বলেন, তিনি প্রতিদিন একটি করে এপিসোড
তৈরি করছেন। তাঁদের থেকেও বড় অভিনেতা মোদী। বলেন নুসরত।

English summary
Mamata Banerjee is her mother, Nusrat Jahan told this in Basirhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X