For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! পঞ্চায়েতের আগে দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা

সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! পঞ্চায়েতের আগে দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

মাস ভর দুয়ারে সরকার চলছিল রাজ্যজুড়ে। জনকল্যাণমূলক পরিষেবা প্রদানের সরকারি কর্মসূচি এদিনই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষদিনেই এল সুখবর। তৃণমূল সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার নিয়ে ফের এক বড় ঘোষণা করে দেওয়া হল। এবার দুয়ারে সরকারের যুক্ত করা হয়েছিল নতুন দুটি পরিষেবা। তার সঙ্গে শেষ দিনে যে ফের একটি ঘোষণা আসবে তা উপরি পাওনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! পঞ্চায়েতের আগে দুয়ারে সরকার নিয়ে বড় ঘোষণা

এবার দুয়ারে সরকার শুরু হয়েছিল ১ নভেম্বর। ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চালানোর কথা ছিল। একইসঙ্গে চলছিল পাড়ায় পাড়ায় সমাধান। শেষ দিনে জেলাশাসক, বিডিও ও জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে রাজ্য প্রশাসন। সেই বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তিনি বৈঠকে জানিয়ে দেন সমস্ত জেলাশাসক, বিডিও ও স্বাস্থ্য কর্তাদের।

এদিনের বৈঠকে জানানো হয়, এবার দুয়ারে সরকারের কর্মসূচি পাঁচদিন বাড়ানো হচ্ছে। অর্থাৎ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের সময়সীমা বাড়ানো হচ্ছে। মুখ্যসচিব নবান্ন থেকে দেওয়া নির্দেশিকা জারি করে তা জানিয়েছেন। ভার্চুয়াল বৈঠকেও তিনি জানিয়ে দিয়েছিলেন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত মোতাবেক পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি পাঁচদিন দুয়ারে সরকার পরিষেবা প্রদান করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছিলেন একুশের ভোটে জিতে আসার পর। তিনি তৃতীয় টার্মে সরকার গড়ার পর মানুষকে আর সরকারের দুয়ারে আসতে হচ্ছে না। সরকার মানুষের দুয়ারে যাচ্ছে পরিষেবার ডালি সাজিয়ে। সেই পরিষেবার ডালিতে এবার যুক্ত করা হয়েছিল জোড়া পরিষেবা। এবার জমির পাট্টার আবেদনও করা যাচ্ছে দুয়ারে সরকারে। করা যাচ্ছে বিদ্যুৎ সংযোগের আবেদনও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বদন্যতায় আর সরকারি অফিসে গিয়ে ধর্না দিতে হয় না। সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে বা জনকল্যাণমূলক পরিষেবা পেতে সরকারের দুয়ারে না ছুটে। ঘরের পাশে দুয়ারে সরকার ক্যাম্পে গেলেই হয়। সরকারি অফিসে না গিয়ে দুয়ারে সরকারে গেলেই পরিষেবা মেলে। সরকার পরিষেবার ডালি সাজিয়ে দুয়ারে এসে হাজির হয়, সেখানই মেলে পরিষেবা। একাধিক পরিষেবা মেলে দুয়ারে সরকার শিবিরে। এবার এই শিবির আরও পাঁচদিন বাড়তি চলবে।

তৃণমূল রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই নিয়ে পঞ্চমবার বসল রাজ্য সরকারের দুয়ারে সরকার। আগামী ১ নভেম্বর থেকে দুয়ারের সরকারের সঙ্গে পাড়ায় পাড়ায় সমাধানও করা হবে। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে শেষ দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান শিবির হতে চলেছে এটা। এবার ভ্রাম্যমান সমাধান প্রকল্পেও বিশেষ জোর দেওয়া হয়।

English summary
Mamata Banerjee Government increases Duare Sarkar time limit before Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X