For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএম আর নয়, এবার ব্যালট চাই! লোকসভা ভোটের পর আন্দোলনে নামছেন মমতা

লোকসভা ভোটের পরই তিনি ইভিএম নিয়ে সরব হয়েছিলেন। ফের একবার ইভিএম ছেড়ে ব্যালটে ভোটের দাবিতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের পরই তিনি ইভিএম নিয়ে সরব হয়েছিলেন। ফের একবার ইভিএম ছেড়ে ব্যালটে ভোটের দাবিতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, এবার ভোটে ইভিএমে ব্যাপক কারচুপি হয়েছে, ঘনধন ইভিএম খারাপ হয়ে যাওয়া তারপর ইভিএম বদল। সেই বদল হওয়া ইভিএমে কোনও মকপোল হয়নি, সেখানে প্রোগ্রামিং করা নেই, কে বলতে পারে!

ইভিএমের বাতিলের দাবিতে

ইভিএমের বাতিলের দাবিতে

লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পর অন্য বিরোধীরা চুপ করে গেলেও মমতা গর্জে উঠেছিলেন ইভিএমের বাতিলের দাবিতে। বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ইভিএমে কারচুপি করে জিতেছে বিজেপি। এই জয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের নয়। এই জয় আসলে ইভিএম প্রোগ্রামিংয়ের মাধ্যমে সবাইকে বোকা বুঝিয়ে।

কৃত্রিম মেকানিজম আর নয়

কৃত্রিম মেকানিজম আর নয়

উত্তর ২৪ পরগনায় এক কর্মিসভা থেকে আবারও তিনি বিজেপির জয়কে কৃত্রিম মেকানিজমের জয় বলে খাটো করলেন। তাই তৃণমূল কোমর বাঁধতে চাইছে ইভিএমকে বিদায় দিয়ে ফের ব্যালট ফিরিয়ে আনতে। এই আন্দোলনে তৃণমূলই নেতৃত্বে দেবেন বলে তিনি জানান। তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এইভাবে ইভিএম কারচুপির মাধ্যমে।

ইভিএমের বিরুদ্ধে লড়াই চলবে

ইভিএমের বিরুদ্ধে লড়াই চলবে

তিনি বলেন, ইভিএমে কারচুপির ঘটনা নতুন নয়। এর আগেও ইভিএম কারচুপি করে জিতেছে বিজেপি। একদিনে এই অভিযোগ উঠছে না। আমরা বিরোধীরা লোকসভা ভোটের আগে কমিটি গড়ডে এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছি। এবার আন্দোলনকে আমরা আরও বৃহৎ আকারে নিয়ে যাব। নির্বাচন কমিশনে তদ্বির করব। এবার ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা ব্যালটে ভোট ফিরিয়েই ছাড়ব।

English summary
Mamata Banerjee gives message to vote on ballot, not in EVM. She orders to build movement against EVM and for Ballot,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X