For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা একুশের বার্তা দেবেন একুশে, লোকসভা ভোটে বিপর্যয়ের পর প্রথম সমাবেশ

লোকসভা ভোটে বিপর্যয়ের পর প্রথম সমাবেশ ঘিরে সাজো সাজে রব তৃণমূল কংগ্রেসের। একুশে জুলাইয়ের এই মঞ্চ থেকে একুশের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটে বিপর্যয়ের পর প্রথম সমাবেশ ঘিরে সাজো সাজে রব তৃণমূল কংগ্রেসের। একুশে জুলাইয়ের এই মঞ্চ থেকে একুশের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি তুলবেন মেশিন নয়, ফেরাতে হবে ব্যালট। ২০১৯-এর ২১শে জুলাই থেকেই নয়া স্লোগান তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নিজে এসে খতিয়ে দেখলেন সমাবশের প্রস্তুতি।

মমতা একুশের বার্তা দেবেন একুশে, প্রস্তুতি তুঙ্গে

শনিবার সমাবেশ ক্ষেত্রের নিরাপত্তা খতিয়ে দেখেছেন কলকাতা পুলিশ নগরপাল অনুজ শর্মা। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে পদস্থ পুলিশ আধিকারিক ও কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। তারপর সভাস্থল ঘুরে দেখেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, সাংসদ ও নেতানেত্রীরা উপস্থিত ছিলেন।

মমতা একুশের বার্তা দেবেন একুশে, প্রস্তুতি তুঙ্গে

রবিবার সকাল থেকে হাওড়া, শিয়ালদহ-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল ধর্মতলামুখী হবে। ছুটির দিন হওয়ায় ট্রাফিক সমস্যা খুব বেশি হবে না, তবু মিছিল নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে কলকাতা পুলিশ তরফে জানানো হয়েছে, ভিড় সামলাতে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় পাঁচ হাজার পুলিশকর্মী। মঞ্চ এবং চারপাশে অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো থাকবে। কন্ট্রোলরুম থেকে পুরো পরিস্থিতি নজর রাখবেন আধিকারিকরা।

মমতা একুশের বার্তা দেবেন একুশে, প্রস্তুতি তুঙ্গে

ইতিমধ্যেই তৃণমূল কর্মী এবং সমর্থকরা শহরে আলতে শুরু করতে। উত্তরবঙ্গের সমর্থকরা ইতিমধ্যেই শহরে এসেছেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সল্টলেক সেন্ট্রাল পার্কে। সেখানে তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছেন মালদহ, মুর্শিদাবাদ থেকে আসা কর্মীরা। দায়িত্বে রয়েছেন তৃণমূল নেতা সুশান্ত ঘোষ। রবিবার সকালে হাওরামুখী ট্রেনও অনেক সমর্থক আসবেন। ইতোমধ্যে জেলা নেতারাও এসেছেন কলকাতায়।

English summary
Mamata Banerjee gives message of 2021 from 21 July stage at Dharmatala. He raises slogan no ballot no vote.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X