For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লেনিন মূর্তি ভাঙায় গর্জে উঠলেন মমতা! মোদীর ‘বেসলেস’ সরকারকে দিলেন চরম বার্তা

মমতা বললেন, মূর্তি ভাঙা সরকারের কাজ নয়। এসব দাঙ্গাবাজদের কাজ করলে প্রতিবাদ চলবে। আসলে এই সরকার একেবারে বেসলেস হয়ে গিয়েছে।

Google Oneindia Bengali News

লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাঁকুড়ার সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে স্পষ্ট জানিয়ে দিলেন, এসব দাঙ্গার রাজনীতি মানব না। মার্কস-লেনিন, নেতাজি-স্বামীজির মূর্তি ভাঙালে মানবে না তাঁর সরকার। তিনি বলেন, মূর্তি ভাঙা সরকারের কাজ নয়। এসব দাঙ্গাবাজদের কাজ করলে প্রতিবাদ চলবে। আসলে এই সরকার একেবারে বেসলেস হয়ে গিয়েছে।

লেনিন মূর্তি ভাঙায় গর্জে উঠলেন মমতা! মোদীর ‘বেসলেস’ সরকারকে দিলেন চরম বার্তা

[আরও পড়ুন: 'চলে পাল্টাই'-এর হাওয়া, ত্রিপুরায় জেসিবি দিয়ে ভাঙা হল লেনিনের মূর্তি, দেখুন ভিডিও][আরও পড়ুন: 'চলে পাল্টাই'-এর হাওয়া, ত্রিপুরায় জেসিবি দিয়ে ভাঙা হল লেনিনের মূর্তি, দেখুন ভিডিও]

একেবারে দ্ব্যর্থহীনভাষায় মুখ্যমন্ত্রী বলেন, 'মার্কস-লেনিন আমার নেতা নন, তাও আমি প্রতিবাদ করব, ভাঙচুর হলেই আমি বলব। আমি সিপিএমের অত্যাচার সহ্য করিনি। সহ্য করব না বিজেপির অত্যাচারও।' বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'মনে রাখবেন, গণতন্ত্র মানে জবরদখল নয়। গণতন্ত্র মানে ভোট দখল।'

বাঁকুড়ার পাত্রসায়রে সরকারি জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'এত উদ্ধত্য ভালো নয়। দিল্লির সরকার শুধু বড় বড় কথা বলে, কাজ করতে পারে না। ওদের কাজই হল দাঙ্গা লাগানো।' মুখ্যমন্ত্রী বিজেপিকে সাবধান করে বলেন, 'অতি বাড় বেড়ো না, ঝড়ে উড়ে যাবে। অত্যাচার হলেই আমরা প্রতিবাদ করব।'

মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপি এজেন্সি দিয়ে অত্যাচার চালাচ্ছে। সিপিএমও অত্যাচার চালিয়েছে। কারও অত্যাচার সহ্য করিনি। প্রতিবাদ করেছি। মানুষ সেই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। বিজেপি আসলে বেসলেস হয়ে গিয়েছে। এরা ব্যাঙ্ককে ক্যাশলেস করেছে, নিজেরা ফেসলেস হয়ে গিয়েছে। সেই কারণেই সরকারে এসে মূর্তি ভাঙছে। সরকারে এসেছে বলে মূর্তি ভাঙা ঠিক নয়।

English summary
Mamata Banerjee gives final message to 'baseless' government of Central for the destruction of Lenin statue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X