For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মান্ধতা থেকে মুক্ত হন, ধর্মকে ভালোবাসুন, বিজেপির নাম না করেই বার্তা মমতার

ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করে না। ধর্ম সংস্কৃতির প্রসার ঘটায়। তাই ধর্মান্ধতা বর্জন করুন, সকল ধর্মকে ভালোবাসুন। বরানগর মঠে এক মহামিলন অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করেই বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা

Google Oneindia Bengali News

ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করে না। ধর্ম সংস্কৃতির প্রসার ঘটায়। তাই ধর্মান্ধতা বর্জন করুন, সকল ধর্মকে ভালোবাসুন। বরানগর মঠে এক মহামিলন অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করেই বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরীর মন্দিরে প্রবেশে তাঁকে বাধা দেওয়া নিয়েও সমালোচনায় সরব হন।

ধর্মান্ধতা থেকে মুক্ত হন, ধর্মকে ভালোবাসুন, বিজেপির নাম না করেই বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্মের ধ্বজা উড়িয়ে, ধর্মের জিগির তুলে যাঁরা ধর্ম নিয়ে চিৎকার করে, তাঁদের ভাবার সময় এসেছে। ওই ধর্ম ভারতে চলতে পারে না। তিনি বরাবর নিজেকে এই ধর্মের গণ্ডি থেকে নিজেকে বাইরে রেখেছেন। মানব ধর্মকে বেছে নিয়েছেন। ভালোবেসেছেন সব ধর্মকে।

[আরও পড়ুন: মোদীর ভাবনা কাজে লাগিয়ে ছল-চাতুরি রাহুলের! কংগ্রেসের 'গরিবি হটাও' জেটলি-তোপে][আরও পড়ুন: মোদীর ভাবনা কাজে লাগিয়ে ছল-চাতুরি রাহুলের! কংগ্রেসের 'গরিবি হটাও' জেটলি-তোপে]

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ধর্মের নামে দাঙ্গা লাগানোর চেষ্টা শঙ্কা প্রকাশ করেন। আমাদের দেশের সংস্কৃতিতে, বাংলার সংস্কৃতিতে এই চেষ্টা নিন্দার। রাজনীতির জন্য এই দাঙ্গা লাগানোর প্রবণতা সমীচিন নয়। এটা রাজনীতির পক্ষে ক্ষতিকারক, সমাজের পক্ষে ক্ষতিকারক।

[আরও পড়ুন: বাংলায় আরও ২৫ প্রার্থী কংগ্রেসের, কোন কেন্দ্রে কে প্রার্থী, দেখে নিন এক ক্লিকে][আরও পড়ুন: বাংলায় আরও ২৫ প্রার্থী কংগ্রেসের, কোন কেন্দ্রে কে প্রার্থী, দেখে নিন এক ক্লিকে]

বরনগরে অনুষ্ঠান যোগ দিয়ে এদিন ধর্মক্ষেত্রে বাংলার উন্নয়নের কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'দক্ষিণেশ্বরের স্কাইওয়াক বাংলার গর্ব। ধর্মক্ষেত্রে যেখানে উন্নয়নের প্রয়োজনীয়তা হয়েছে, আমরা করেছি। আরও কিছু প্রকল্প কাজ চলছে। কোনও প্রয়োজন থাকলে যে কেউ বলতে পারেন, আমার দুয়ার খোলা তাঁদের জন্য।

English summary
Mamata Banerjee gives message to BJP on religious issue. Mamata Banerjee says religious is not fanaticism, Religious teaches love
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X