For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বন্ধনীতে বিজেপি-সিপিএম-কংগ্রেস! মমতা বললেন, এমন সরকার পাবেন না

বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একই বন্ধনীতে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এদের কথা শুনবেন না। বুধবার বলরামপুরের পর বৃহস্পতিবার আসানসোলের জামুড়িয়ায় সভা করেন মুখ্যমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একই বন্ধনীতে বসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এদের কথা শুনবেন না। বুধবার বলরামপুরের পর বৃহস্পতিবার আসানসোলের জামুড়িয়ায় সভা করেন মুখ্যমন্ত্রী। হিন্দিভাষীদের জন্য তার সরকার বাড়তি কী করেছে তার তালিকা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এরকম সরকার পাবেন না।

 মমতার বললেন, এমন সরকার পাবেন না! এক বন্ধনীতে বিজেপি-সিপিএম-কংগ্রেস

আসানসোলের জামুড়িয়ায় মুখ্যমন্ত্রীর সভা। ভাষণের শুরু থেকেই সেখানকার জন্য কী কী কাজ করেছেন তাঁর তালিকা দিলেন মুখ্যমন্ত্রী। প্রথমেই বলেন, আসানসোলকে জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। আলাদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আইটিআই, স্টেডিয়াম করে দেওয়া হয়েছে। ছটের জন্য ২ দিন ছুটি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আসানসোলে হিন্দি কলেজের পাশাপাশি আলিপুরদুয়ারের বানারহাটেও যে হিন্দি কলেজ করে দেওয়া হয়েছে তারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী সমবেত জনগণকে বলেন, পাশে ধানবাদে গিয়ে জিজ্ঞাসা করুন সেখানে কী হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গেরুয়া ফেট্টি বেধে ঝাড়খণ্ড থেকে লোক আসছে। আগামী নির্বাচনে ঝাড়খণ্ডের কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী একই বন্ধনীতে বসান বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে। বলেন, ইসকো বাত মত শুনিয়ে। আপকা জিন্দেগি বরবাত হো জায়গা।

মুখ্যমন্ত্রী আবেদন করে বলেন, দিল্লির সরকার বদলে দিন। বিজেপি শুধুই ভেদাভেদের রাজনীতি করে বলেও অভিযোগ করেন। শেষের দিকে মুখ্যমন্ত্রী বলেন এরকম সরকার কোথাও পাবেন না।

English summary
Mamata Banerjee falls BJP-CPM-Congress in one bracket from her Asansol meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X