For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ভবিষ্যদ্বাণী উড়িয়ে পাল্টা কত আসন পাবেন জানালেন মমতা, জমজমাট বাকযুদ্ধ

বাংলায় প্রথম দফার ভোটের পরই শুরু হয়েছে নানা ভবিষ্যদ্বাণী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন জঙ্গলমহলে একটি আসনও জিতবে না তৃণমূল। তা থেকে একঘাট বেড়ে অমিত শাহ বললেন ৩০টির মধ্যে ২৬টিতেই জিতবেন তাঁরা।

Google Oneindia Bengali News

বাংলায় প্রথম দফার ভোটের পরই শুরু হয়েছে নানা ভবিষ্যদ্বাণী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন জঙ্গলমহলে একটি আসনও জিতবে না তৃণমূল। তা থেকে একঘাট বেড়ে অমিত শাহ বললেন ৩০টির মধ্যে ২৬টিতেই জিতবেন তাঁরা। বিজেপির এই ভবিষ্যদ্বাণী উড়িয়ে মমতা তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন।

অমিত শাহকে জবাব তৃণমূল সুপ্রিমো মমতার

অমিত শাহকে জবাব তৃণমূল সুপ্রিমো মমতার

মমতা বলেন, মানুষই বলবে কে জিতবে। অমিত শাহও বলতে পারবেন না, আমিও বলতে পারব না। ২ মে ফলাফল প্রকাশের পরেই স্পষ্ট হয়ে যাবে বাংলার ভবিষ্যৎ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই ভাষাতেই জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে একহাত নিয়ে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি।

বাকি চারটে কি কংগ্রেস-সিপিএমের জন্য রাখা?

বাকি চারটে কি কংগ্রেস-সিপিএমের জন্য রাখা?

মমতা বলেন, কালই ভোট গিয়েছে, আর আজকে এসে বলছে কটা সিট পাবো! একজন নির্লজ্জ বিজেপি নেতা। তা না হলে তিনি বলতে পারেন ৩০-এ ২৬ পাবো। ২৬ কেন? বাকি চারটে কি কংগ্রেস-সিপিএমের জন্য রাখা? ৩০-এ ৩০ বলুন না। তাহলে তো গোল্লাটা বেশি হবে।

মানুষ আমাদের ভোট দিয়েছেন, মানুষই বলবেন

মানুষ আমাদের ভোট দিয়েছেন, মানুষই বলবেন

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার প্রথম দফার ভোটে ৮ শতাংশের বেশি ভোট পড়েছে। আমি জানি, মা-বোনেরা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু আমি কটা সিট পাবো এমন কথা বলব না। আমি জানি মানুষ আমাদের ভোট দিয়েছেন, সেটা আমি মানুষকেই বলতে দেব।

যা বলার বলে নিক, আমি শুধু শুনেই যাবো

যা বলার বলে নিক, আমি শুধু শুনেই যাবো

মমতা বলেন, মানুষ যদি আমাদের ভোট না দিত, তাহলে আমরা যেখানে পিছিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারতে হত না। মানুষ সমস্ত জবাব দেবেন ভোটবাক্সের। ২ মে ইভিএম খুললেই বিজেপি বুঝতে পারবে। ততদিন যা বলার বলে নিক। আমি শুধু শুনেই যাবো।

২৬টিতেই আমরা জিতব এবং বড় ব্যবধানে জিতব

২৬টিতেই আমরা জিতব এবং বড় ব্যবধানে জিতব

অমিত শাহ এদিন বলেন, বাংলায় ২ মে ঠিক হয়ে যাবে বিজেপিই সরকার গড়ছে। এদিন সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসী অমিত শাহ বলেন, বাংলার বিপুল ব্যবধানে জয়ী হবে বিজেপি। প্রথম দফার ৩ আসনের মধ্যে ২৬টিতেই আমরা জিতব এবং বড় ব্যবধানে জিতব। বিজেপি ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসছে।

প্রশান্ত কিশোরের বার্তায় তৃণমূলের ভবিষ্যৎ

প্রশান্ত কিশোরের বার্তায় তৃণমূলের ভবিষ্যৎ

তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ব্যাখ্যা, তৃণমূল কংগ্রেস জয়ের পথে এগিয়ে চলেছে। বাংলা তাঁর নিজের মেয়েকেই বেছে নিয়েছে। ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়েছিল ৩০টির মধ্যে ২৩টি আসনে। আর তৃণমূল মাত্র সাতটি আসনে এগিয়েছিল। পাঁচ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ শেষে তৃণমূল আশাবাদী প্রশান্ত কিশোরের পরিকল্পনা মতো কাজ হয়েছে। তৃণমূল ভালো ফল করবে।

English summary
Mamata Banerjee counters Amit Shah’s speculation about first phase result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X