For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলে থেকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা! তৃণমূলে একটাই লবি, একটাই নেতা, স্পষ্ট বার্তা মমতার

দলে থেকে সাবতাজ...! ফের একবার নেতা-কর্মীদের সাবধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার জয়ী কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকের মাধ্যমে কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করা হয়।

  • |
Google Oneindia Bengali News

দলে থেকে সাবতাজ...! ফের একবার নেতা-কর্মীদের সাবধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার জয়ী কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকের মাধ্যমে কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করা হয়।

এছাড়াও ১৩ জন মেয়র পারিষদের নাম ঘোষণা করা হয়। আর সেখানেই কার্যত নেতা-কর্মীদের কার্যত নরমে-গরমে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নির্দল জয়ীদের নিয়েও বার্তা দেন তিনি।

মাথা নত করে কাজ করতে হবে

মাথা নত করে কাজ করতে হবে

কথা কম কাজ বেশি! এটাই হওয়া উচিত মুল উদ্দেশ্যে। এবার কাউন্সিলার হিসাবে ৪০ জন নতুন মুখ শপথ নেবেন। অনেকেই চাকরি ছেড়ে কাউন্সিলার হিসাবে কাজ করছেন। তাঁদের উদ্দেশ্যে বার্তা, ভালো ভাবে কাজ করতে হবে। তৃণমূলে অহংকারের কোনও জায়গা নেই। মাটির নীচে তাকিয়ে চলতে হবে। বার্তা নেত্রীর। একই সঙ্গে তাঁর মতে, যত জিতব তত নম্র হতে হবে। দল আগের থেকে এখন অনেক বেশি কড়া। ফলে ভালোভাবে কাজ করার বার্তা দেন সুপ্রিমো।

একটাই লবি!

একটাই লবি!

দলে যে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে তা ভালোভাবেই জানেন দলনেত্রী। একধিক সভায় তা নিয়ে প্রকাশ্যে নেতাদের সাবধান করতেও দেখা গিয়েছে। সেখানে দাঁড়িয়ে লবিবাজদের উদ্দেশ্যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলেন, ভাল কাজ করলে দল অবশ্যই ভালো ভাবে দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবির জায়গা নেই, স্পষ্ট করে বৈঠকে থাকা কাউন্সিলার সহ নেতৃত্বদের বিরুদ্ধে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ।

নির্দলদের উদ্দেশ্যে কড়া বার্তা

নির্দলদের উদ্দেশ্যে কড়া বার্তা

এবার পুরনির্বাচনে তিনজন নির্দল জয় পেয়েছে। আর তাঁরা জয় পাওয়ার পরেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু এদিন মমতা বলেন, তাঁদের অনেকেই দলে ফিরতে চাইছেন। কিন্তু এখনই তাঁদের ফেরানো হবে না। উল্লেখ্য, টিকিট না পেয়ে অনেকেই দলের বিরুদ্ধে দাঁড়ায়। জয়ও পায়। তারাই দলে ফিরতে চাইছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে বড় বার্তা নেত্রীর। বলেন, যারা হেরেছেন তাঁদেরকে নিয়েও আমাকে চলতে হবে। তবে যারা সাবতাজ করছে দলে থেকে তাঁদেরকে কড়া বার্তা নেত্রীর। বলেন, ''কেউ যদি ভেবে থাকে দলকে পিছন থেকে ছুরি মেরে আখের গুছিয়ে নেবে, তা হবে না। ''

মাথা নত করে কাজ

মাথা নত করে কাজ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এত শান্তিপূর্ণ নির্বাচন কেউ করে দেখাতে পারেনি। আমরা করে দেখিয়েছি। শুধু তাই নয়, দল আগের থেকে অনেক কড়া। সেই মতো আগে থেকেই নির্দেশ ছিল গোলমাল করা যাবে না। তা হয়নি বলেও দাবি মমতার। তবে নব নির্বাচিত কাউন্সিলারদের মাথা নত করে মানুষের কাজ করার বার্তা দেন। শুধু তাই নয়, আজ বিকেলের পর থেকেই কাউন্সিলারদের মাঠে নেমে পড়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

English summary
Mamata Banerjee claims there is no other lobby within TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X