For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে ১০০ বার কান ধরে উঠবোস করাবেন! কারণ জানালেন মমতা

রাজ্যের কয়লাখনিগুলিতে মাফিয়া রাজ চলছে। তৃণমূল প্রার্থীও কয়লা মাফিয়া। এদিন বাঁকুড়ার সভা থেকে এমনটাই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

রাজ্যের কয়লাখনিগুলিতে মাফিয়া রাজ চলছে। তৃণমূল প্রার্থীও কয়লা মাফিয়া। এদিন বাঁকুড়ায় সভা করে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে এমনটাই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা শুনে পাল্টা বাঁকুড়ার অপর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, এই অভিযোগ প্রমাণ করতে হবে, না হলে জনসমক্ষে মোদীকে ১০০ বার কান ধরে উঠবোস করতে হবে।

মোদীর অভিযোগ

বাঁকুড়ায় সভা করতে গিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ দিদি আদিবাসী জনজাতিদের কথা মনে করেন না। পুরুলিয়ার বাসিন্দারা বসে আছেন কালো সোনার ওপর। কিন্তু দিদি কয়লা মাফিয়াদের মদত দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মোদী। খনি কর্মীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মোদী।

মমতার চ্যালেঞ্জ

বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগের কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সভা থেকে মোদী বলেছিলেন তৃণমূল প্রার্থী কয়লা মাফিয়া। উত্তরে মমতা বলেন, কোনও একজন প্রার্থীর বিরুদ্ধে যদি এই অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি রাজ্যের ৪২ টি কেন্দ্র থেকেই প্রার্থী প্রত্যাহার করে নেবেন। আর মোদী যদি প্রমাণ করতে না পারেন তাহলে জনসমক্ষে ১০০ বার কান ধরে উঠবোস করতে হবে।

মোদীর প্রতিশ্রুতি স্মরণ করালেন মমতা

মোদীর প্রতিশ্রুতি স্মরণ করালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী গণতন্ত্রের থাপ্পর খাবেন। তিনি দাবি করেন, কিছুতেই মোদী দ্বিতীয় বারের জন্য অফিসে ঢোকার সুযোগ পাবেন না। কেননা
২০১৪ সালে ক্ষমতায় আসায় সময় আচ্ছে দিন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা তিনি আনতে পারেননি বলে দাবি করেন মমতা।

মোদীর আরও অভিযোগ

মোদীর আরও অভিযোগ

মোদী আরও অভিযোগ করেন, ঘূর্ণিঝড়ের সময় মমতা তার ফোনে সাড়া দেননি। কেন্দ্রীয় সরকার রাজ্যের আধিকারিকদের সঙ্গে বসতে চেয়েছিল এবং
পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চেয়েছিল। কিন্তু দিদি তার অনুমতি দেননি। অভিযোগ করেন মোদী।

English summary
Slamming Prime Minister Narendra for his allegations that West Bengal government is establishing mafia raj in coal mines, Chief Minister Mamata Banerjee on Thursday challenged him to prove it or else do ‘100 sit-ups while holding his ears’ before the public.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X