For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ বৈঠক আগামীকাল নবান্নে! প্রশাসনের একাধিক কর্তা হাজির থাকছেন

২০১৯ লোকসভা ভোটে বড়সড় পরাজয়ের পরই অভিমানের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, যে এবার তিনি প্রশাসনের থেকে বেশি জোর দেবেন সংগঠনের দিকে।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা ভোটে বড়সড় পরাজয়ের পরই অভিমানের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, যে এবার তিনি প্রশাসনের থেকে বেশি জোর দেবেন সংগঠনের দিকে। আর এবার তৃণমূলের সাংগঠনিক কাজের পাশাপাশি রাজ্যের নেত্রীর দায়িত্বে থেকে এবার বাংলার নিরিখে প্রশাসনিক কাজের খতিয়ান নিতে চলেছেন 'মুখ্যমন্ত্রী ' মমতা বন্দ্যোপাধ্যায়।

 সোমবারের বৈঠকে কী থাকতে চলেছে?

সোমবারের বৈঠকে কী থাকতে চলেছে?

সোমবার নবান্নে সরকারের গত আট বছরের কাজের খতিয়ান পর্যালোচনা করে দেখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেওয়া সিদ্ধান্তের পাশাপাশি বামেদের আমলের নানা সিদ্ধান্ত নিয়েও এদিন পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কীভাবে চলবে আলোচনা?

কীভাবে চলবে আলোচনা?

বাম সরকারের আমলের শেষ তিন বছরের কাজের খতিয়ানের সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলে কাজের তুলনাও এদিন উঠে আসবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আলোচনায়। সূত্রের খবর, এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আগামীর বিধানসভা ভোটকেই পাখির চোখ করে রাখতে চাইছেন মমতা।

 ভোট সমীকরণ ও হাই প্রোফাইল বৈঠক

ভোট সমীকরণ ও হাই প্রোফাইল বৈঠক

লোকসভা ভোটে ২২-১৮ এর সমীকরণ এখনও মেনে নিতে পারছে না তৃণমূল শিবির। তাই প্রশাসনিক স্তরে শাসকদলের খামতি কোথাও থেকে গিয়েছে কি না, তা জানতে মরিয়া মুখ্যমন্ত্রী। গোটা রিপোর্ট ঘিরে মুখ্যমন্ত্রীর নিজস্ব বিশ্লেষণও এদিন উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:মমতার খাসতালুক থেকে গোটা বাংলা , বিজেপির বিক্ষোভ কর্মসূচি! ন্যাজাট ঘিরে কোমর বেঁধে নামছে পদ্মশিবির][আরও পড়ুন:মমতার খাসতালুক থেকে গোটা বাংলা , বিজেপির বিক্ষোভ কর্মসূচি! ন্যাজাট ঘিরে কোমর বেঁধে নামছে পদ্মশিবির]

[আরও পড়ুন:বসিরহাটে রক্তক্ষয়ী অধ্যায়ের পর আজ বিজেপির প্রতিনিধিদল এলাকায়! নেতৃত্বে দিলীপ ][আরও পড়ুন:বসিরহাটে রক্তক্ষয়ী অধ্যায়ের পর আজ বিজেপির প্রতিনিধিদল এলাকায়! নেতৃত্বে দিলীপ ]

English summary
Mamata Banerjee calls high level meeting in Nabanana On Monday .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X