For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সাইনবোর্ড রাজভবন থেকে পিএমও-য়! ২০১৯-এর লক্ষ্যে বাণ ছাড়লেন মমতা

দেশ বাঁচাতে বিজেপিকে রাজনৈতিক ভাবে বিদায় জানানোর সময় এসেছে। পুরুলিয়ার বলরামপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন বিজেপিকে হারাতে হবে।

  • |
Google Oneindia Bengali News

দেশ বাঁচাতে বিজেপিকে রাজনৈতিক ভাবে বিদায় জানানোর সময় এসেছে। পুরুলিয়ার বলরামপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন বিজেপিকে হারাতে হবে। তার কারণ, রাজভভন থেকে প্রধানমন্ত্রীর দফতর- র্বত্রই দলতন্ত্র কায়েম করেছে ওরা। ওঁদের রাজনৈতিকভাবে শেষ করতে না পারলে দেশের সর্বনাশ হবে।

বিজেপিকে বিদায়-বার্তা

বিজেপিকে বিদায়-বার্তা

সেই লক্ষ্যেই দলের নেতা-কর্মীদের তৈরি হতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১৯-এর লক্ষ্যে ১৯-এর ব্রিগেড সমাবেশে অন্তত ১৯টি দল যোগ দেবে। সেই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে তৈরি হন কর্মীরা। বিজেপিকে তাঁর স্পষ্ট বার্তা, দিল্লি সামলাতে পারেন না, এখন বাংলার দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করছেন। ভুলেও তা করবেন না। এবার দেশ থেকেও বিজেপিকে বিদায় জানাতে হবে।

লালাজামাধারীরাও বাঁচাতে পারবে না

লালাজামাধারীরাও বাঁচাতে পারবে না

বাংলায় লালজামার উপরে গেরুয়া জামা চাপিয়ে ওরা তৃণমূলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ও চ্যালেঞ্জ দোপে টিকবে না। কারণ বিজেপি যে দেশের কাছে বিপদ, তা আর বুঝতে বাকি নেই কারও। বিজেপি এবার শুধু বাংলাতেই নয়, ঝাড়খণ্ডেও হারবে। হারবে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যেও।

ভিনরাজ্যেও লড়বে তৃণমূল

ভিনরাজ্যেও লড়বে তৃণমূল

এবার ঝাড়খণ্ড, অসম, ওড়িশার ভোটেও লড়াই করবে তৃণমূল। লোকসবাতেও প্রার্থী দেবেষ আগামী বিধানসভা নির্বাচনেও লড়াই করবে। তাই এখন থেকে পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর নেতৃত্ব সীমান্তে রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা স্পষ্ট করে দেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা ও অসমেও এবার চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূল।

ব্রিগেডকে সামনে, তৈরি হন

ব্রিগেডকে সামনে, তৈরি হন

ব্রিগেডের সমাবেশে ১৮ থেকে ২০টি দল আসবে। ব্রিগেডকে সামনে রেখে তৈরি হোন। মনে রাখবেন অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এতদূর এসেছি। আমরা পরাজয় স্বীকার করব না। মনে রাখবেন তৃণমূল মানুষের দল, সংস্কৃতির দল, রুচিশীলতার দল। তৃণমূল করতে হলে তৃণমূলের ইতিহাস জানুন। তৃণমূল কখনও টাকা পয়সার কাছে মাথা নত করি না। বাংলার মাটি ত্যাগ-তিতিক্ষার মাটি।

[আরও পড়ুন:লালজামার উপরে এখন গেরুয়া জ্যাকেট পরেছে ওরা, পুরুলিয়ায় সাবধান করলেন মমতা][আরও পড়ুন:লালজামার উপরে এখন গেরুয়া জ্যাকেট পরেছে ওরা, পুরুলিয়ায় সাবধান করলেন মমতা]

বাংলাকে পবিত্র করতে কর্মসূচি

বাংলাকে পবিত্র করতে কর্মসূচি

বিজেপি রাবণ যাত্রা করবে। আমরা রাজনৈতিকভাবে রাবণবধ করব। মমতা বললেন, কখনও রাজনৈতিক পার্টির রথ দেখেছেন। রথ তো নয়, ফাইভ স্টার হোটেল। এক একজন নেতা বেরোবে আর দাঙ্গা লাগানোর বার্তা দেবে। ওরা অশান্তি করার চেষ্টা করবে, কেউ ওদের ফাঁদে পা দেবেন না। ওরা রথযাত্রা করার পর পরদিন তৃণমূল কর্মসূচি পালন করবে। পবিত্র যাত্রা করবে। ওরা রাস্তা অপবিত্র করে যাবে, আমরা মানুষকে নিয়ে সেই পথ পবিত্র করব। রথযাত্রার একই রুটে হবে পবিত্র যাত্রা।

[আরও পড়ুন: অভিষেককে 'অন্য' চ্যালেঞ্জ! পুলিশ নিয়ে বার্তা দিলেন দিলীপ][আরও পড়ুন: অভিষেককে 'অন্য' চ্যালেঞ্জ! পুলিশ নিয়ে বার্তা দিলেন দিলীপ]

ইভিএম কারচুপির অভিযোগ

ইভিএম কারচুপির অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভা থেকে ফের ইভিএম কারচুপির অভিযোগ উসকে দিলেন। তিনি বলেন, মাত্র ২ শতাংশ ভোট কাউন্সেলিং করা যাবে। তারপরই খারাপ। এসব মানা হবে না। সকাল থেকে শুনছি মধ্যপ্রদেশে ইভিএম মেশিনে গন্ডগোল। এসব চক্রান্ত। সব বুঝি। বিরোধী দলের মিটিংয়েও আমি এই প্রস্তাব রাখব। কাগজও তুলে দেব। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই সমস্যা মেটাতে হবে। ইভিএম বা ভিভিপ্যাট খারাপ হলে কৈফিয়ত দিতে হবে।

[আরও পড়ুন: রাজ্যপাল দিলেন রাজ্যকে স্বস্তি, মেয়র পদে বাধা কাটতেই নস্ট্যালজিক ফিরহাদের মনোনয়ন][আরও পড়ুন: রাজ্যপাল দিলেন রাজ্যকে স্বস্তি, মেয়র পদে বাধা কাটতেই নস্ট্যালজিক ফিরহাদের মনোনয়ন]

English summary
CM Mamata Banerjee attacks that BJP tries to establish factionalism. Mamata Banerjee gives message to end BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X