For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীবাবুকে বাতিল নয় কেন, সীতা মা রক্ষা করো মা! মোদী অমিত শাহকে কটাক্ষ মমতার

বাগদার সভা থেকে রাজ্যে হস্তক্ষেপের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুবরাজপুরে বুথে গুলি চালিয়েছে সিআরপিএফ। ঘটনার নিন্দাকরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বাগদার সভা থেকে রাজ্যে হস্তক্ষেপের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুবরাজপুরে বুথে গুলি চালিয়েছে সিআরপিএফ। ঘটনার নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে মোদী ও অমিত সাহকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এলাকায় উন্নয়নের বর্ণনা

এলাকায় উন্নয়নের বর্ণনা

অন্য জায়গার মতো এদিন বাগদার সভা থেকেও এলাকায় সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ, গাইঘাটায়
বিশ্ববিদ্যালয় তৈরির কথা জানান তিনি। তিনি বলেন, ৭০ বছরে যা হয়নি, রাজ্যে ৮ বছরের কম সময়ে তা হয়েছে।

' এদের মগজে মরুভূমি'

' এদের মগজে মরুভূমি'

রাজ্যে বিভিন্ন সভায় নরেন্দ্র মোদী দুর্গাপুজোয় বাধা সৃষ্টির অভিযোগ করেছিলেন। এদিন তার জবাব দেন মমতা। তিনি বলেন, মা দুর্গা আগে না নরেন্দ্র মোদী, মা কালী আগে
না অমিত শাহ। তিনি বলেন, এদের মগজে মরুভূমি।

বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ

বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ

বিজেপি সরকারের গত পাঁচ বছরে গ্যাসের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা হয়েছে। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিরও অভিযোগ করেছেন তিনি। তাঁর
অভিযোগ, ৩ কোটি বেকারের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। দেশে সংখ্যালঘুদের হত্যা ও পশিলিদের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

[আরও পড়ুন: ভোটারদের সঙ্গে বচসা! ভোট কেন্দ্রে গুলি কেন্দ্রীয় বাহিনীর][আরও পড়ুন: ভোটারদের সঙ্গে বচসা! ভোট কেন্দ্রে গুলি কেন্দ্রীয় বাহিনীর]

মোদীবাবুকে বাতিল নয় কেন?

মোদীবাবুকে বাতিল নয় কেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি গায়ের জোরে কাজ করছে। তারা দেশের সর্বনাশ করেছে বলেও অভিযোগ করেন তিনি। মোদীবাবুকে বাতিল করবেন না
কেন, সমবেত জনগণকে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ কেন্দ্রের অন্তর্গত বাগদায় স্লোগান তোলেন, ৬ মে আসছে দিন, বিজেপিকে কবর দিন।

[আরও পড়ুন: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতার মারকাটারি মেজাজে আখেরে কার লাভ হচ্ছে?][আরও পড়ুন: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতার মারকাটারি মেজাজে আখেরে কার লাভ হচ্ছে?]

English summary
Mamata Banerjee attacks Narendra Modi from her Bagda meeting. She attended another meetingin Swarupnagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X