For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার বাংলাকে ‘কাঙাল-কটাক্ষে’র জবাব, ‘মাথামোটা’ রাজনীতিবিদকে নিশানা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ‘সোনার বাংলা’কে ‘কাঙাল বাংলা’ বলে কটাক্ষ করেছেন অমিত শাহ। অমিত শাহের সেই কথার যোগ্য জবাব দিল তৃণমূল।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের 'সোনার বাংলা'কে 'কাঙাল বাংলা' বলে কটাক্ষ করেছেন অমিত শাহ। অমিত শাহের সেই কথার যোগ্য জবাব দিল তৃণমূল। বজবজের সভা থেকে মমতা দিলেন মোক্ষম জবাব। তিনি বলেন, এত বড় সাহস বাংলাকে কাঙাল বলছেন। একটা মাথামোটা লোক। বাঙালি এর যোগ্য জবাব দেবে।

সোনার বাংলাকে ‘কাঙাল-কটাক্ষে’র জবাব, ‘মাথামোটা’ রাজনীতিবিদকে নিশানা মমতার

মমতা বলেন, এত বড় সাহস হয় কী করে! একটা লোক কাঙাল শব্দের মানে জানেন না। একটা মাথামোটা লোক। নরেন্দ্র মোদির রাইট হ্যান্ড হলে কী হবে, আসলে তো অর্ধশিক্ষিত। মাথায় কিছু নেই, শুধু দাঙ্গা লাগায়। বাংলা কী কাজ করেছে, দেখে শেখা উচিত ওদের। ওরা তো টাকা ঢেলে দাঙ্গা লাগানো ছাড়া কিছুই জানে না। শুধু হিন্দু-মুসলিম করে।

বারাসতের সভায় অমিত শাহ বলেন, সোনার বাংলাকে কাঙাল বাংলা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নরেন্দ্র মোদি জনপ্রিয় হয়ে উঠবে বলেই মমতা দিদি কেন্দ্রীয় প্রকল্প চালু করেননি বাংলায়। এতদিন তিনি বাংলায় সিন্ডিকেট রাজ চলছে বলেও কটাক্ষ করেছেন। এবার বলেন, এতদিন তো বাংলায় লাগত সিন্ডিকেট ট্যাক্স, এখন আবার চালু হয়েছে ভাতিজা ট্যাক্স।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন 'ভাতিজা ট্যাক্স'-এর জবাবে বলেন, একটা লোক কখনও দল চালাতে পারে না। দল হল একটা পরিবার। একটা পরিবারে যেমন মা থাকে, তেমন বাবাও থাকে। স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে সব থাকে। আমরা সবাইকে নিয়ে চলি। আর একটা মাত্র ছেলে রাজনীতিতে এসেছে। তাতেই গায়ের জ্বালা হচ্ছে ওদের। এত হিংসা, রাজ্যে এসে শুধু ভাতিজা-ভাতিজা করছে।

একইসঙ্গে এদিন টুইট করে অমিত শাহকে কড়া জবাব দেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি বলেন, বিজেপির সভাপতির কথা বমন-যোগ্য। তিনি বাংলাকে কাঙাল বলেছেন। সপ্তম দফা নির্বাচনে সেই জবাব পেয়ে যাবেন।

English summary
Mamata Banerjee attacks Amit Shah after his allegation of Kangal Bangla. She says Amit Shah is a foolish man, Bengal will give reply,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X