For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘জরুরি’ এক 'অ-চেনা' বার্তায় 'অবিশ্বাস্য কালো'কে তোপ 'লজ্জিত' মমতার! প্রতিবাদী কলম

নির্বাচন মিটেছে। আর কথায় নয়, এবার প্রতিবাদ কলমে। আবারও একবার গর্জে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম। শেষ দফা ভোটের আগে তিনি লিখেছিলেন দু-দুটি কবিতা।

Google Oneindia Bengali News

নির্বাচন মিটেছে। আর কথায় নয়, এবার প্রতিবাদ কলমে। আবারও একবার গর্জে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম। শেষ দফা ভোটের আগে তিনি লিখেছিলেন তিন-তিনটি কবিতা। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে 'লজ্জিত' আর তারপরই 'অবিশ্বাস্য কালো' ও 'চেনা নয়'। এবার তাঁর কলম থেকে বের হল প্রতিবাদের আর এক ভাষা- 'জরুরি'।

‘জরুরি’ এক কবিতায় গর্জে উঠলেন মমতা! মোদী থেকে কমিশনই- কলমেই প্রতিবাদ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি শ্লেষাত্মক শব্দবন্ধ প্রয়োগ করলেন। কবিতায় ছত্র ছত্র্রে তৃণমূল নেত্রী তুলোধনা করলেন মোদী সরকারকে। ফলপ্রকাশের আগের দিন আরও একবার তিনি সরব হলেন, তবে মুখে নয়, এবার কলম হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে। তারপরই নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত দফা নির্বাচনে নরেন্দ্র মোদিকে সুবিধা দেওয়া হয়েছে বলেও গর্জে উঠেছিলেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় বাহিনী নিয়েও তাঁর আপত্তির কথা বারবার জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার সেসবই লিপিবদ্ধ হয়েছে তাঁর কবিতায়। তৃণমূল নেত্রী প্রতিবাদ জানিয়েছেন তাঁর এই কবিতার মাধ্যমে। এদিন কমিশনে গিয়েছিল বিরোধী দলগুলি। ইভিএম গণনার পরে ভিভিপ্যাট মিলিয়ে দেখা নিয়ে বিরোধী ২১ দলের অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। কমিশনের সেই সিদ্ধান্তের পরই দুপুরে কবিতা টুইট করেন মমতা। তীব্র শ্লেষ ঝরে পড়ে তাঁর লেখা কবিতায়। মমতা লেখেন- সবই জরুরী/কিছু কথা ছিল/ওটাও জরুরী/মধ্য রাতে সিদ্ধান্ত/ওটাও জরুরী/ভিলেনের মাঠে এ খেলা/তাও জরুরী/বিচারে বিধ্বস্ত/ওটাও জরুরী।

এর আগেও বারবার তাঁর প্রতিবাদ, তাঁর বার্তা তিনি জানিয়েছিলেন তাঁর নিজের হাতে আঁকা ছবি, গান ও কবিতায়। সংস্কৃতির অঙ্গনে তিনি যেভাবে বিচরণ করেছেন বিরোধী দলনেত্রী থাকাকালীন, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ভূমিকায় অবতীর্ণ। বিরোধী নেতা থাকার সময় তিনি কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন। এখন শাসক হয়েও কলমই তাঁর হাতিয়ার। কলমেই তাঁর প্রতিবাদ।

English summary
CM Mamata Banerjee again writes poem in protest of Commission and Modi. She writes the poem and posts on twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X