For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CBSE-তে তৃতীয়স্থান দখল করে তাক লাগালেন মালদার মেয়ে সুমাইতা

CBSE-র দশম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মালদা জেলার সুমাইতা লাইসা ।

  • By Kamal Guha
  • |
Google Oneindia Bengali News

CBSE-র দশম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে মালদা জেলার সুমাইতা লাইসা । সিবিএসই বোর্ডের পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান এবং রাজ্যে প্রথম স্থান সুমাইতা লাইসা। খুশির হাওয়া গোটা জেলায়।

CBSE-তে তৃতীয়স্থান দখল করে তাক লাগালেন মালদার মেয়ে সুমাইতা

সে এই পরীক্ষার ৯৯.‌৫ শতাংশ পেয়েছে সুমাইতা লাইসা ঊষা মার্টিনের স্কুলের ছাত্রী। এই স্কুলে ছোটবেলা থেকেই বরাবার প্রথম হয়ে এসেছে সুমাইতা। গত কাল তার ফলাফল বেরোনোর পর খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ,প্রিন্সিপাল সাক্ষর চক্রবর্তী জানান 'সুমাইতার ফলাফলে আমরা খুশি। ও যে এবার ভাল ফলাফল করবে আমারা আশা করেছিলাম । গোটা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এটা আমারা ওর জন্য গর্বিত।'‌

সুমাইতার মোট নম্বর ৫৯৭ , ইংরেজিতে তার প্রাপ্ত নম্বর ৯৯, বাংলায় ৯৯, অঙ্কে ১০০, সায়েন্সে ৯৯, সোস্যাল সায়েন্সে ১০০ এবং ফাউন্ডেশন অফ আইটি-‌তে ১০০ । এদিন শহরের বিবেকানন্দ পল্লীর বাড়িতে দুপুরে থেকে খুশির মেজাজ। একের পর এক সবাই এসে মিষ্টি খাওয়ানো হচ্ছে সুমাইতাকে।
সুমাইতার বাবা একজন হোমিওপ্যাথি চিকিৎসক।

সুমাইতারা ২ বোন ও ১ ভাই। বাড়ির বড় সে। মেজ বোন রুমাইতা ক্লাস নবম শ্রেনীর ছাত্রী। আর এক ভাই আব্রার, ক্লাস ওয়ানের ছাত্র। সকলেই ঊষা মার্টিনের পড়ুয়া। সি বিএস ই-‌তে ক্লাস টেন বোর্ডের পরীক্ষায় ১৮.‌১৯ লাখ পরীক্ষার্থী। তার মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান দখল করে সুমাইতা। শুধু সুমাইতাই নয়, তাঁর মতো আরও পরীক্ষার্থী রয়েছে ওই র‌্যাঙ্কে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে তার ইচ্ছে দিল্লি বোর্ডের অধীনে পড়াশোনা করা । আপাতত আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রবেশিকা পরীক্ষা দিয়েছে। ফলাফলের অপেক্ষায় আছে সে ।

সুমাইতা জানিয়েছেন, 'বিদেশে যাওয়ার ইচ্ছে আমার নেই। দেশে থেকে দেশের মানুষদের জন্য আমি চিকিৎসা করতে চাই ।' এ বছর ঊষা মার্টিন স্কুল থেকে মোট ২৪ জন পরীক্ষার্থী ক্লাস টেন বোর্ডের পরীক্ষায় বসে। তার মধ্যে ৯০ শতাংশের ওপর পায় ৯ জন। ৮০ শতাংশের ওপর ৬ জন। ৭০ শতাংশের ওপর ৫ জন এবং ৬০ শতাংশের ওপর চার জন।

English summary
Maldaha's Sumaita Lisa stood 3rd in CBSE Examination from West Bengal .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X