For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাউন সুগার পাচারকারী দলকে হাতেনাতে ধরল মালদা পুলিশ

ব্রাউন সুগার পাচারকারী দলকে হাতেনাতে ধরল মালদা পুলিশ

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বড়সড় সাফল্য পেল মালদা পুলিশ। ব্রাউন সুগার পাচারের ছক বানচাল করে, ছয় জন পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করল মালদার কালিয়াচক থানার অর্ন্তগত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। উদ্ধার হল ১ কেজির ব্রাউন সুগার যার বাজার দর প্রায় ১ কোটি টাকা।

ব্রাউন সুগার পাচারকারী দলকে হাতেনাতে ধরল মালদা পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক কারবারীদের নাম মতিউর রহমান, রাজিকুল বিশ্বাস, কারিমুল্লা শেখ, সনু শেখ, নিরঞ্জন রায় এবং বিপ্লব ভৌমিক। প্রথম চারজনের বাড়ি কালিয়াচক থানার সিলামপুর এলাকায়। অপর দুই ধৃতের বাড়ি গাজোল থানার রাঙ্গাভিটা এলাকায়। ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয়েছে প্যাকেট বন্দি এক কিলো ব্রাউন সুগার।

পুলিশ আরও জানিয়েছে, ধৃত মতিউর রহমানের বাড়িতে বাকি মাদক কারবারিরা জড়ো হয়েছিল। সেখানেই ব্রাউন সুগারগুলি মজুদ করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা করেছিল। এই নিয়েই এদিন মতিউর রহমানের বাড়িতেই গোপন বৈঠক চলছিল। সেই সময় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অফিসার রামচন্দ্র সাহা এবং আব্দুল খাবিরের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালায়।

সেই অভিযানেই হাতেনাতে মতিউর রহমানসহ তার বাড়ি থেকে ছয়জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার ধৃতেরা কোথা থেকে জোগাড় করলো এবং এগুলি কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা আদালত।

আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাননি, বিক্ষোভ গাইঘাটায়আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা পাননি, বিক্ষোভ গাইঘাটায়

English summary
Malda police nabs smuggling racket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X