For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল সংরক্ষণ নিয়ে পদযাত্রা মুখ্যমন্ত্রীর! দিলেন অভিনব উপদেশ

রাজ্যে জল সংরক্ষণ নিয়ে উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিলেন অভিনব উপদেশও। বললেন প্রত্যেক বাড়ির ছাদে সুইমিং পুল তৈরি করুন। আর যতটুকু প্রয়োজন ততটুকু জলই ব্যবহার করুন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে জল সংরক্ষণ নিয়ে উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিলেন অভিনব উপদেশও। বললেন প্রত্যেক বাড়ির ছাদে সুইমিং পুল তৈরি করুন। আর যতটুকু প্রয়োজন ততটুকু জলই ব্যবহার করুন। সাধারণ নাগরিকদের জল সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সচেতনতা বাড়াতে এদিন তিনি জোড়াসাঁকো থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রাও করেন।

মুখ্যমন্ত্রীর পদযাত্রা

মুখ্যমন্ত্রীর পদযাত্রা

জল সংকট নিয়ে সচেতনতা বাড়াতে পদযাত্রায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জল সংকট। রাজস্থানের বিভিন্ন জায়গায় বাড়িতে জলের ড্রামে তালা দিয়ে রাখতেও দেখা গিয়েছে। অন্যদিকে এদিন চেন্নাইয়ের জল সংকট মেটাতে ভেলোর থেকে গিয়েছে কন্টেনার ভর্তি জল। পদযাত্রা শেষে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীর মুখেও উঠে এসেছে চেন্নাইয়ের জলসংকট নিয়ে উদ্বেগের কথা।

মুখ্যমন্ত্রীর উপদেশ

মুখ্যমন্ত্রীর উপদেশ

মুখ্যমন্ত্রীর উপদেশ যতটুকু জল প্রয়োজন ততটুকু ব্যবহার করব। কলকাতায় যাতে জল সংকট দেখা না দেয় তার জন্য আগেভাগেই নাগরিক উদ্যোগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, নতুন বাড়ি তৈরির সময় ছাদে যদি পার্ক বানানো যায়, কিংবা সুইমিং পুল বানানো যায়, তাহলে কিছুটা জল ধরে রাখা যায়। জল সংরক্ষণের দৃষ্টান্ত বাংলা থেকেই শুরু করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 জল সংরক্ষণে আগেই উদ্যোগী সরকার

জল সংরক্ষণে আগেই উদ্যোগী সরকার

তবে জল সংরক্ষণ নিয়ে তাঁর সরকার আগে থেকেই উদ্যোগী হয়েছে বলে স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি সরকারের 'জল ধরো, জল ভরো' কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০১১ সালে তৃণমূলের ইস্তেহারে রাজ্যে ৫০ হাজার পুকুর কাটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরে টার্গেট ৩ লক্ষ করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
Make swimming pool on the roof, CM Mamata Banerjee gives advice on water conservation. Shetook part in a march on water conservation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X