For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সরকার ঠুটো জগন্নাথ! মাঝেরহাট ব্রিজকাণ্ডে সেই কং-সিপিএম-কে দায় মমতার

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনা কাণ্ডে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিজ ভাঙা কাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত হবে ও সরকারকে সেই কমিটি রিপোর্ট দেবে।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনা কাণ্ডে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিজ ভাঙা কাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত হবে ও সরকারকে সেই কমিটি রিপোর্ট দেবে। তার আগে রাজ্য কোনও মন্তব্য করবে না বলে পরে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী। তবে কথা প্রসঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন যে ব্রিজ তৃণমূল সরকারের আমলে তৈরি হয়নি। কংগ্রেস আমলে ৫৪ বছর আগে হয়েছে। সিপিএম আমলেও রাজ্যে বহু ব্রিজ তৈরি হয়েছে। অর্থাৎ তৃণমূল সরকারের আমলে শুধু ব্রিজ ভেঙে পড়েছে।

ব্রিজ তৈরি কংগ্রেস আমলে, সিপিএমও বানিয়েছে অনেক, মত মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ব্রিজ কলকাতা পোর্ট ট্রাস্ট তৈরি করে পিডব্লিউডির হাতে তুলে দেয়। সারা রাজ্যে তো বটেই সারা দেশে ৫০-২০০-২০০ বছর পুরনো ব্রিজ রয়েছে। ব্রিটিশরা বহু ভালো ব্রিজ তৈরি করে গিয়েছে। তবে তার কাগজপত্র পাওয়া যায় না। মাঝেরহাটের ব্রিজ কাণ্ডে হাই পাওয়ার ইনভেস্টিগেশন কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি রিপোর্ট দেবে। তাতে রেল, মেট্রো, পূর্ত দফতর, এলাকার মানুষ সকলের বক্তব্য থাকবে।

মুখ্যমন্ত্রী অবশ্য আগের দিন যা বলেছিলেন, সেই বক্তব্যই ঘুরিয়ে বললেন। মেট্রোর কাজের জন্য এলাকায় ভূমিকম্পের মতো জোরদার কম্পন হতো। প্রাথমিক রিপোর্টে সেটা উঠে এসেছে। তবে কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিলেন সরকার তারপরে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

শুধু শুধু রাজ্যের ঘাড়ে দোষ চাপালে তিনি মেনে নেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্রিজ পর্যবেক্ষণে আলাদা আলাদা সেল তৈরি হবে। তার আগে যে কমিটি তৈরি হয়েছে তাতে পূর্ত দফতর, নগরোন্নয়ন, পিএইচই, পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার ও বিশেষজ্ঞরা থাকবেন। এছাড়া পূর্ত, সেচ ও কেএমডিএ আলাদা সেল তৈরি করে সেতু পর্যবেক্ষণ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

English summary
Majerhat bridge collapse : Mamata blames Congress, CPM govts, says TMC is reparing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X