For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আল্টিমেট’ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ই! ফ্যাক্টর হবে না অর্জুন, চ্যালেঞ্জ নিলেন মদন

নির্বাচনে যখন নেমেছি, তখন জিতব বলেই নেমেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পিছনে আছেন লড়াইটা তো আর শুধু আমার সঙ্গে নয়, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

নির্বাচনে যখন নেমেছি, তখন জিতব বলেই নেমেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পিছনে আছেন লড়াইটা তো আর শুধু আমার সঙ্গে নয়, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে যাই প্রার্থী হোক না কেন আল্টিমেট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে মদন মিত্র জানালেন তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত।

‘আল্টিমেট’ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ই! ফ্যাক্টর হবে না অর্জুন, চ্যালেঞ্জ নিলেন মদন

ভাটপাড়ায় প্রার্থী হওয়ার পর তাণর সাফ কথা, অর্জুন সিং কোনও ফ্যাক্টর নয়। গত ত্রিশ চল্লিশ বছর ধরে ঘটনাচক্রে কিছুদিন কংগ্রেসে থাকার পর আমাদের সঙ্গে এসেছিল। কিন্তু ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে এত বেশি অত্যাচার করেছে যে, মানুষ বীতশ্রদ্ধ। মার, দাঙ্গা, খুন, তোলাবাজি লেগেই ছিল এলাকায়।

চটকলের শ্রমিক টাকা পাইনি বলতে গেলেই ইউনিয়ন মারধর করছে। সব মিলিয়ে এক চরম অবস্থা গিয়েছে। এমন একটা অবস্থায় দাঁড়িয়ে ভোট হচ্ছে। অর্জুন যদি ১০টা ভোট পায় সেটা ওই হিন্দু হিন্দু করেই পাবে। প্রার্থী হিসেবে অর্জুনের কোনও প্রভাব নেই। শুধু হিন্দু তাস খেলছে। অর্জুন সিংয়ের এমন প্রভাব নেই যে, এক লহমায় একটা তৈরি ভিত ভেঙে চুরমার হয়ে যাবে।

সারদা ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে মদন বলেন, মানুষ এতটা বেইমান নয় আর মানুষ বোকাও নয়। একটা মিথ্যা অভিযোগ নিয়ে প্রভাবশালী প্রভাবশালী করে কতদিন চলবে। আজ পর্যন্ত টাকার কোনো খোঁজ হল না। এসব কোনও মেটার করবে না। মানুষ জানে কাকে সবসময় পাশে পাওয়া যায়।

English summary
Madan Mitra takes challenge of Arjun Singh to win in Vatpara. He says ultimately Mamata Banerjee is candidate,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X