For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন ‘যুদ্ধ’ চান হাসপাতালের বেডে শুয়েও, অনুগামীদের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা

নিজের কেন্দ্রে ভোটের দিনেই অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তিনি এখনও বিপন্মুক্ত নন, এখন তাঁর শারীরিক অবস্থা একটু স্থিতিশীল।

Google Oneindia Bengali News

নিজের কেন্দ্রে ভোটের দিনেই অসুস্থ হয়ে পড়েছিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তিনি এখনও বিপন্মুক্ত নন, এখন তাঁর শারীরিক অবস্থা একটু স্থিতিশীল। এই অবস্থায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে জেনারেল কেবিনে দিতেই ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন। তাঁর পাশে থাকার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানালেন।

বন্ধু-অনুগামী-সমর্থকদের উদ্দেশে বার্তা মদনের

বন্ধু-অনুগামী-সমর্থকদের উদ্দেশে বার্তা মদনের

হাসপাতালে থেকেও তিনি নিজের অনুগামীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। মদন মিত্র লিখেছেনআমার পাশে থাকা সকল বন্ধু, ভক্ত, সমর্থকদের ধন্যবাদ। সাত দিন ধরে নিয়মিত যাঁরা আমার খোঁজখবর নিয়ে চলেছেন, তাঁদের ধন্যবাদ। সকলে নিজের ও পরিবারের খেয়াল রাখুন। আপনাদের শুভেচ্ছা আমার কাছে অনেক মূল্যবান।

একটু ভালো হতেই স্বমহিমায় মদন মিত্র

একটু ভালো হতেই স্বমহিমায় মদন মিত্র

হাসপাতালের বেডে শুয়েও মদন মিত্র ভাবছেন তাঁর অনুগামীদের কথা। করোনা পজিটিভ এসেছিল মদন মিত্রের। তারপর তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেশন সাপোর্টে না থাকলেও তিনি অক্সিজেন সাপোর্টে ছিলেন। তা থেকে একটু ভালো হতেই তিনি অনুগামীদের উদ্দেশে বার্তা দিলেন।

যুদ্ধের বার্তা তৃণমূল প্রার্থী মদন মিত্রের মুখে

তৃণমূল প্রার্থী মদন মিত্র হাসপাতালের বেডে শুয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধের বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমি একা অসুস্থ নই, সারা বাংলা অসুস্থ, সারা দেশ অসুস্থ। তাই শত্রু-মিত্র সকলের সুস্থতা কামনা করেই জানাচ্ছি করোনা সংক্রমণকে হারাতে যুদ্ধ হোক। ঠান্ডা মাথায় একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে।

দু-দফা ভোট বাকি, করোনায় কাবু অনেকে

দু-দফা ভোট বাকি, করোনায় কাবু অনেকে

করোনার দ্বিতীয় ঢেউ জটিল আকার নিয়েছে বাংলায়। মিটিং-মিছিল, রোড শো, জনসভা করোনার সুপার স্প্রেডার হয়ে উঠেছে বাংলায়। এই পরিস্থিতিতে প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন। এখনও দু-দফা ভোট বাকি। এর আগে শুধু মদন মিত্র নন, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী-সহ অনেকেই করোনা আক্রান্ত।

English summary
Madan Mitra gives significant message to his followers after out of danger from Corona.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X