পরকীয়ায় বাধা পেয়ে আত্মঘাতী যুগল, রেললাইনের পাশে উদ্ধার দেহ
ফেসবুকের মাধ্যমে আলাপ। তার থেকে বাড়ে ঘনিষ্ঠতা। এর জেরে পরিবারে শুরু হয় অশান্তি। তার পর প্রেমিকের সাথেই রেললাইনে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। নদীয়া জেলার চাকদহ এলাকার ঘটনা।

শুক্রবার সকালে শিমুরালি রূপপুর এলাকায় রেললাইনের ওপর থেকে উদ্ধার হয়েছে ওই দুজনের দেহ। জানা গিয়েছে যে তাদের নাম সৌরভ বৈদ্য এবং রূপা দাস। বছর ৩০এর সৌরভ বৈদ্যের বাড়ি চাকদহের কৌতুকপুর। তিনি চা পাতা ব্যবসায়ী। আর রূপা ওই থানার শিলিন্দা গ্রামে।
ফেসবুকের মাধ্যমে আলাপ হয় দুজনের। তার পর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে, তৈরি হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর রূপার বাড়িতে অশান্তি সৃষ্টি হয়। সমস্যা দেখা দেয় সৌরভ বৈদ্যের বাড়িতেও। বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে বের হয়ে যায় সৌরভ। রাতে বাড়ি ফিরে আসেনি।
এদিন সকালে ওই যুগলের দেহ উদ্ধার করা হয় রেললাইনের ওপর থেকে। পুলিশ মনে করছে যে সম্পর্ক জানাজানি হওয়ার পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেছে ওই দুজন।