For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ফোনে নির্দেশ পেতেই দেব রওনা হলেন কোন দিকে! ভোট ঘিরে সরগরম ঘাটাল

ভোটগ্রহণ পর্ব শুরু হতেই এদিন অগ্নিগর্ভ রূপ নেয় ঘাটাল আসন। সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনার ছবি উঠে আসতে থাকে।

Google Oneindia Bengali News

ভোটগ্রহণ পর্ব শুরু হতেই এদিন অগ্নিগর্ভ রূপ নেয় ঘাটাল আসন। সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনার ছবি উঠে আসতে থাকে। একদিকে যেমন কেশপুরে ভারতী ঘোষের কান্নার ছবি দেখা যায়, তেমন ঘাটালে 'ঠাণ্ডা' মেজাজে দেখা যায় এলাকার সাংসদ দেবকে।

মমতার ফোনে নির্দেশ পেতেই দেব রওনা হলেন কোন দিকে! সরগরম ঘাটাল

এদিকে, কেশপুরে আগুন জ্বলতেই দেবের কাছে ফোন আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের । আর সেই নির্দেশ মেনে ঘাটালের তৃণমূল সাংসদ রওনা দিয়ে দেন কেশপুরের উদ্দেশে। সকালে এদিন, দেবকে দেখা যায় ঘাটাল ও দাসপুর এলাকার বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রগুলিতে। সেখানে শান্ত, ঠাণ্ডা মেজাজে হাসিখুশি দেবের ছবি ক্যামেরাবন্দি হয়।

এদিন দেবকে ভারতী ঘোষের ওপর আক্রমণের ঘটনা নিয়ে প্রশ্ন করতেই , তিনি বলেন,'নিয়ম তো ভেঙেছেন উনিই (ভারতী ঘোষ)'। এরপরই দেব দাবি করেছেন, টাকা পাচার থেকে নিয়ম বহির্ভূত ভাবে বৈঠক করেছেন ভারতী। দেবের প্রশ্ন, ভারতী ঘোষ নিজে একজন আইপিএস অফিসার হয়ে কীভাবে আইন বহির্ভূতভাবে এমন কাজ করেছেন?বারবারই দেবের দাবি, তিনি সবসময়ই 'ভালোবাসার রাজনীতি'র পক্ষে।

English summary
Loksabha poll 2019 in west bengal latest news: After CM Mamata Banerjee's order Dev went to Keshpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X