For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গের গণনাকেন্দ্রগুলি একনজরে দেখে নেওয়া যাক

রাত পোহালেই ভোট গণনা। সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘিরে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আগ্রহ উচ্ছ্বাস তুঙ্গে। দিল্লির তখতে কে বসতে চলেছেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সমস্ত মহলে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই ভোট গণনা। সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘিরে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আগ্রহ উচ্ছ্বাস তুঙ্গে। দিল্লির তখতে কে বসতে চলেছেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সমস্ত মহলে। রাত পার হলেই সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। একনদরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভোট গণনা হতে চলেছে।

২০১৯ লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গের গণনাকেন্দ্রগুলি একনজরে

  • কোচবিহার :কোচবিহার পলিটেকনিক কলেজ এন্ড বি টি এন্ড ইভিনিং কলেজ
  • আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার কলেজ
  • জলপাইগুড়ি : ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল দ্বিতীয় ক্যাম্পাস ডেঙ্গুয়াঝড় জলপাইগুড়ি
  • দার্জিলিং : কালিম্পং এর সেন্ট অগাস্টিনস স্কুল ও দার্জিলিং এর ভানু ভবন৷ শিলিগুড়ি কলেজ
  • রায়গঞ্জ : ইসলামপুর কলেজ ও রায়গঞ্জ পলিটেকনিক কলেজ
  • বালুরঘাট :বালুরঘাট কলেজ
  • মালদহ উত্তর :মালদহ কলেজ
  • মালদহ দক্ষিণ : মালদহ পলিটেকনিক
  • জঙ্গিপুর : জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউট
  • মুর্শিদাবাদ : সুভাষ চন্দ্র বসু সেনিটারি কলেজ, লালবাগ
  • হাওড়া : বেলুড় রামকৃষ্ণ শিক্ষা মন্দির ও গভ: ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শিবপুর আইআইইএসটি ক্যাম্পাস
  • উলুবেড়িয়া : ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কলেজে ও
  • বেলপুকুর এর শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়
  • শ্রীরামপুর : শ্রীরামপুর কলেজ, হুগলি
  • হুগলী: হুগলী ইনস্টিটিউট অফ টেকনোলজি ,পিপল পার্টি
  • আরামবাগ : নেতাজি মহাবিদ্যালয়,আরামবাগ
  • বর্ধমান পূর্ব : এম বি সি ইনস্টিটিউট অফ টেকনোলজি
  • বর্ধমান-দুর্গাপুর : ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি সাধনপুর, বর্ধমান
  • বোলপুর : বোলপুর কলেজ
  • বহরমপুর : বহরমপুর গার্লস কলেজ
  • কৃষ্ণনগর : বি পি সি ইনস্টিটিউট অফ টেকনোলজি
  • রাণাঘাট : রাণাঘাট কলেজ
  • বনগাঁ : দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁ
  • বারাকপুর : বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ
  • দমদম : গুরুনানক ডেন্টাল কলেজ, পানিহাটি
  • বারাসত : বারাসত গভ: কলেজ ও বারাসত প্যারিচরণ সরকার গভ: হাই স্কুল
  • বসিরহাট : বসিরহাট গভ: পলিক্লিনিক কলেজ
  • জয়নগর :বঙ্কিম সর্দার কলেজ ,ট্যাংরাখালি
  • মথুরাপুর : কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল
  • ডায়মন্ড হারবার : হেস্টিংস হাউস কমপ্লেস্ক, আলিপুর
  • যাদবপুর : বিজয়গড় জ্যোতি রায় কলেজ ও কসবা গীতাঞ্জলী স্টেডিয়াম৷ জোকার ব্রতচারী বৃদ্ধাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল৷
  • কলকাতা দক্ষিণ : ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, ডায়মন্ড হারবার রোডে সেন্ট টমাস বয়েস স্কুল, শাখওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, বালিগঞ্জ গভঃ স্কুল, ওয়েস্ট বেঙ্গল ইউনির্ভাসিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড এ্যাডমিনিস্ট্রেশন।
  • কলকাতা উত্তর : নেতাজী ইন্ডোর স্টেডিয়াম
  • তমলুক : কে টি পি পি হাই স্কুল
  • কাঁথি : কন্টাই পি কে কলেজ
  • ঘাটাল : ঘাটাল রবীন্দ্র শতবর্ষ মহাবিদ্যালয়
  • ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম রাজ কলেজ (গার্লস উইং)
  • মেদিনীপুর : কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ২ খড়গপুর
  • পুরুলিয়া : পুরুলিয়া পলিটেকনিক ও ডিআইইটি ক্যাম্পাস -২ হাটয়ারা, পুরুলিয়া
  • বাঁকুড়া : বাঁকুড়া খ্রিস্টান কলেজ, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল
  • বিষ্ণুপুর : বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজ (কম্পিউটার বিল্ডিং) ও বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (ওল্ড বিল্ডিং)
  • আসানসোল : ডিএভি পাবলিক স্কুল,কন্যাপুর
  • বীরভূম : এস আর এস ভি -সিউড়ি
English summary
Loksabha elections 2019 result counting in West Bengal, here is the list of centres.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X