For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়গ্রামে বামেদের প্রচার, পথে নেমেই বিজেপি-তৃণমূল বোঝাপড়ার অভিযোগ বিমানের

বামফ্রন্টের সম্ভাবনাময় নেত্রী দেবলীনা হেমব্রমকে ঝাড়গ্রাম আসনে দাঁড় করিয়েছে বামেরা। এদিন তাঁর হয়েই প্রচারে নামলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

বামফ্রন্টের সম্ভাবনাময় নেত্রী দেবলীনা হেমব্রমকে ঝাড়গ্রাম আসনে দাঁড় করিয়েছে বামেরা। এদিন তাঁর হয়েই প্রচারে নামলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পথে নেমেই তাঁর অভিযোগ, বিজেপি ও তৃণমূল কংগ্রেস বোঝাপড়া করে পথ চলছে। তাই এই দুই দলের থেকে সাবধান থাকতে হবে।

পথে নেমেই বিজেপি-তৃণমূল বোঝাপড়ার অভিযোগ বিমানের

বৃহস্পতিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনে একটি রোড শো-তে শালবনী এসে এই কথাই বললেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। রোড শো শেষ করে তিনি বলেন, 'কেন্দ্রে বিজেপি মানুষে মানুষে বিভেদ‌ তৈরি করছে, দাঙ্গা লাগাতে চাইছে। আর এখানে তৃণমূল‌ কংগ্রেস গনতন্ত্রের অধিকার কেড়ে নিচ্ছে। মাঝে মাঝে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কিছু বললেও এরা দুজনেই বোঝাপড়া করে পথ চলে।'

বিমান বসুর মতো একই কথা বলেন‌ দেবলীনা হেমব্রমও। 'আমরা মাঝে মধ্যেই দেখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে চিমটি কাটছে। আসলে কিন্তু নিজেদের মধ্যে সমঝোতায় আছে। এদের থেকে সাবধান থাকতে হবে। রাজ্যে এখন আতঙ্কের পরিবেশ। শান্তি নেই, কাজের অভাব। এখন মিষ্টি কথা বলে অনেকেই আসবে। কারা মানুষের পক্ষে‌ তা বুঝে নিতে হবে।'

ঝাড়গ্রামে বামেদের প্রচার, পথে নেমেই বিজেপি-তৃণমূল বোঝাপড়ার অভিযোগ বিমানের

[আরও পড়ুন: রায়বরেলিতে ভোটে দাঁড়ানোর অনুরোধ আসতেই বারাণসীর প্রসঙ্গ তুললেন প্রিয়ঙ্কা! কী বলেছেন নেত্রী][আরও পড়ুন: রায়বরেলিতে ভোটে দাঁড়ানোর অনুরোধ আসতেই বারাণসীর প্রসঙ্গ তুললেন প্রিয়ঙ্কা! কী বলেছেন নেত্রী]

এক সময় ঝাড়গ্রাম এলাকা লাল দুর্গ বলে পরিচিত ছিল। কিন্তু ২০১১ থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। ২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে হেরে যান‌‌ সিপিএমের নেতা পুলিন বিহারী বাস্কে। এবার এই লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী বাকুড়া জেলার রানিবাঁধের প্রাক্তন‌ বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন‌ মন্ত্রী দেবলীনা হেমব্রম। তার সমর্থনেই এদিন শালবনীতে ‌‌ রোড শো করেন বিমান‌ বসু। উপস্থি্ত ছিলেন‌ পুলিন বিহারী বাস্কেও।

[আরও পড়ুন: ইস্তেহার প্রকাশ বামেদের, ন্যূনতম বেতন ১৮ হাজার করার প্রতিশ্রুতি][আরও পড়ুন: ইস্তেহার প্রকাশ বামেদের, ন্যূনতম বেতন ১৮ হাজার করার প্রতিশ্রুতি]

English summary
Lok Sabha Elections 2019 : Left front chairman Biman Bose alleges TMC and BJP are on same page
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X