For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিযুক্তকে আড়াল করার চেষ্টায় জনগণের তাড়া খেলেন বিধায়ক

অভিযুক্তকে আড়াল করার চেষ্টায় জনগণের তাড়া খেলেন বিধায়ক

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

দিন কয়েক আগেই পরিকল্পনামতো স্থানীয় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে অভিযুক্ত বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লক স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ভেটকিয়া গ্রামের উপপ্রধান জয়নাল আবেদীন গাজী। এই ঘটনার জেরে মৃত যুবকের পরিবার মা হিঙ্গলগঞ্জ থানায় জয়নাল আবেদীন গাজী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেন। এই ঘটনার জেরে প্রতিবাদ-বিক্ষোভ ফুঁসছিল ভেটকিয়া গ্রাম। এদিন মঙ্গলবার হিঙ্গলগঞ্জ তৃণমূল বিধানসভা কমিটি সিদ্ধান্তে উপপ্রধান জয়নাল আবেদীন গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্তকে আড়াল করার চেষ্টায় জনগণের তাড়া খেলেন বিধায়ক

কিন্তু অভিযোগ, এতদিন ধরে জয়নাল-আবেদীন গাজীকে প্রশ্রয় দিয়ে এসেছে বিধায়ক দেবেশ মন্ডল। তারই ছত্রছায়ায় এই বাড়বাড়ন্ত জয়নালের। গ্রামবাসীদের দাবি, বিধায়ক পরিকল্পিতভাবে একজন অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন। ক্ষোভে ফেটে পরে বিধায়ক কে হেনস্থা এবং তাড়া করতে শুরু করে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

এদিন সান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় দলীয় মিটিং এ উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল। বসিরহাট লোকসভার কনভেনার ফিরোজ কামাল গাজী। অবশেষে তৃণমূল উপপ্রধানকে দল থেকে বহিষ্কার করা হল। এর মধ্যেই বিধায়ক দেবেশ মন্ডলের বিরুদ্ধে মৃতের পরিবার ও গ্রামবাসীরা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায়। ক্ষোভ উগরে দেন বিধায়কের বিরুদ্ধে।

উল্লেখ্য প্রশাসন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে নিজে ও গ্রামবাসীদের প্ররোচনা দিয়ে বছর 28 এর যুবক আশরাফ আলী গাজীকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পনা মাফিক জয়নাল আবেদীন গাজী খুন করেছে বলে অভিযোগ। পাশাপাশি, দুই গ্রামবাসী তরিকুল গাজী ও রফিক গাজীকে গাছে বেঁধে গণপিটুনি দিয়েছেন জয়নাল ও তার দলবল। দুইজন এখনো বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায়। মৃত যুবকের মা জাহানারা বিবির অভিযোগ, গোটা ঘটনাটি নাটক তৈরি করে বাস্তবে রূপ দিয়েছিল উপপ্রধান জয়নাল আবেদিন গাজী ।

English summary
Locals attack TMC MLA for defending murder accused in Basirhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X