Weather Update: কলকাতায় ঝড়-বৃষ্টি! সপ্তাহ শেষে ভাসবে কি দক্ষিণবঙ্গ, একনজরে জেলাগুলির পূর্বাভাস
সকাল থেকে চড়া রোদ না থাকলেও অস্বস্তির গরম রয়েছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেল কিংবা সন্ধের পরে কলকাতা ও আশপাশের এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


উত্তরবঙ্গের ২-৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ মে শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ১৯ মে বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ মে শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আগামী ৫ দিন দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২০ মে শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ও হতে পারে, যার বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। শুক্রবার জুড়েই এই আবহাওয়া চলতে থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় বিকেল-সন্ধেয় বৃষ্টি-বজ্রবিদ্যুতের সম্ভাবনা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও দায়হায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৯ (২৭.৭)
বহরমপুর ২৭ (২৫.২)
বাঁকুড়া ২৩.১ (২৭.২)
বর্ধমান (২৪)
কোচবিহার ২৪.৪ (২২.৬)
দার্জিলিং ১৩.২ (১৪.৮)
দিঘা ২৮.৭ (২৮)
কলকাতা ২৮.৫ (২৮.৮)
মালদহ ২৬.৯ (২৩.১)
শিলিগুড়ি ২৫ (২৭.১)
শ্রীনিকেতন ২৪.৮ (২৩.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৬.৯
বহরমপুর ৩৭.২
বাঁকুড়া ৩৭.৬
বর্ধমান ৩৭
কোচবিহার ২৭
দার্জিলিং ২১.৮
দিঘা ৩৫.৭
কলকাতা ৩৪.৪
দমদম ৩৫.৮
কৃষ্ণনগর ৩৭.৪
মালদহ ৩২.৮
মেদিনীপুর ৩৬.৬
শিলিগুড়ি ৩০.৬
শ্রীনিকেতন ৩৪.৮
Weather update: বৃৃষ্টিতেও কাটছে না ভ্যাপসা গরম, আজ কেমন থাকবে আবহাওয়া জেনে নিন