Weather Update: দুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
রাজ্যের কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস না হলেও এদিন অস্বস্তির গরম রয়েছে। আপাতত উত্তরবঙ্গের (North Bengal) তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, আর কোনও জেলার ক্ষেত্রে তা নেই। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather) পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৯ মে, বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৮ মে বুধবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভানা রয়েছে। যে কারণে এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ও হতে পারে, যার বেদ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তটনের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সঙ্গে ঙন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫%। সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের কাছাকাছি থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা এদিন প্রায় ১ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.৭ ( ২৭)
বহরমপুর ২৫.২ ( ২৭.৪)
বাঁকুড়া ২৭.২ (২৫.৬)
বর্ধমান ২৪ (২৪.৮)
কোচবিহার ২২.৬ (২৩.৮)
দার্জিলিং ১৪.৮ (১৫.৬)
দিঘা ২৮ (২৪.৯)
কলকাতা ২৮.৮ (২৭.৭)
মালদহ ২৩.১ (২৭.২)
শিলিগুড়ি ২৭.১ (২৩.১)
শ্রীনিকেতন ২৩.৫ (২৬.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৬.৯
বহরমপুর ৩৭.২
বাঁকুড়া ৩৭.৬
বর্ধমান ৩৭
কোচবিহার ২৭
দার্জিলিং ২১.৮
দিঘা ৩৫.৭
কলকাতা ৩৪.৪
দমদম ৩৫.৮
কৃষ্ণনগর ৩৭.৪
মালদহ ৩২.৮
মেদিনীপুর ৩৬.৬
শিলিগুড়ি ৩০.৬
শ্রীনিকেতন ৩৪.৮
Online-এ ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা? তাড়াতাড়ি ফেরত পাবেন, জেনে নিন উপায়