বৃষ্টি-ঝড়-বজ্রবিদ্যুতের সতর্কতা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশ পরিষ্কার। তাপমাত্রা তুলনামূলকভাবে বেশ কিছুটা কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে আগামী দুদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঝড়ের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। আগামী দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কাথেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

কলকাতায় মেঘলা আকাশ, বজ্রঝড়ের সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

ঝড়ের অভিমুখ এখনও নির্দিষ্ট নয়
এদিন দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা। যা পরবর্তী ২৪ ঘন্টায় নিম্নচাপের রূপ নেবে। পরবর্তী সময়ে তা আরও শক্তি সঞ্চয় করবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। তাঁর অভিমুখ বাংলা কিংবা ওড়িশার উপকূল হতে পারে। তবে এব্যাপারে সময় না গেলে নিশ্চিত করে কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২১.৮ (২০.৯)
বহরমপুর ২৪.৪ (২১.৬)
বাঁকুড়া ২২.৫ (২৩.৪)
বর্ধমান ২১.৬ (১৭)
কোচবিহার ২২.৫ (২১.১)
দার্জিলিং ১২.৫ (১১.৪)
দিঘা ২০.৫ (২৭.৬)
কলকাতা ২৪.৭ (২৬.৬)
মালদহ ২৩.২ (২০.৫)
শিলিগুড়ি ২২.৯ (২২.১)
শ্রীনিকেতন ২১.৫ (১৯.৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৮)
বহরমপুর (৩০.২)
বাঁকুড়া (৩১.২)
বর্ধমান ( ৩৩)
কোচবিহার (২৯.৫)
দার্জিলিং (১৮.২)
দিঘা ( ৩৪.৪)
কলকাতা (২৯.৭)
দমদম (২৯.৬)
কৃষ্ণনগর (২৬)
মালদহ (২৮.৫)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (৩১.১)
শ্রীনিকেতন (২৮.১)
ফের পারদ চড়বে ৫০ ডিগ্রির কাছাকাছি, শুক্রবার থেকে হাওয়া বদলের শঙ্কার খবর শোনাল হাওয়া অফিস