For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই ভাই পরিচয় দিয়ে বাড়ি ভাড়া, তারপরই ফাঁস ‘সম্পর্কে’র জাল, নদিয়ায় হুলুস্থূল

দুই ভাই পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল দুই যুবক। তারপরই তাঁদের পরিচয় সামনে আসে। বাড়ি ছেড়ে দেওয়ার কথা থাকলেও তাঁরা নির্দিষ্ট দিনে বাড়ি ছাড়েননি।

  • |
Google Oneindia Bengali News

দুই ভাই পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল দুই যুবক। তারপরই তাঁদের পরিচয় সামনে আসে। বাড়ি ছেড়ে দেওয়ার কথা থাকলেও তাঁরা নির্দিষ্ট দিনে বাড়ি ছাড়েননি। তাতেই তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযোগ, ঘর না ছাড়ায় ভাড়াটিয়া দুই যুবককে বেড়ক মারধর করা হয়। অভিযোগ ওঠে বাড়িওয়ালা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।

দুই ভাই পরিচয় দিয়ে বাড়ি ভাড়া, তারপরই সামনে এল ‘সম্পর্ক’, নদিয়ায় হুলুস্থূল

নদিয়ার চাকদহের শ্রীনগর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, বাড়িওয়ালা ও তাঁর স্ত্রী খিল দিয়ে দুই ভাইকে মারধর করেন। এই অভিযোগ অস্বীকার করেছেন বাড়িওয়ালা ও তাঁর স্ত্রী। তাঁরা বলেন, আমরা বৃদ্ধ দম্পতি। জওয়ান দুই ছেলের সঙ্গে আমরা পারি। আমরা মারধর করব কী করে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।

১ বছর ৭ মাস আগে শ্রীনগরের বাসিন্দা আনন্দ দাসের বাড়িতে ঘর বাড়া নিয়েছিলেন স্বপন বিশ্বাস ও বিকাশ দাস নামে দুই বন্ধু। প্রথমে তাঁরা দুই ভাই বলে পরিচয় দিয়েছিলেন। কিন্তু পরে জানান তাঁরা দুই ভাই নন, দুই বন্ধু। ১৯ নভেম্বর অর্থাৎ সোমবার তাঁদের ঘর ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু ঘর না ছাড়ায় বিপত্তি বাধে।

[আরও পড়ুন: ভোটের মুখে শিরে সংক্রান্তি! মধ্যপ্রদেশে বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ ][আরও পড়ুন: ভোটের মুখে শিরে সংক্রান্তি! মধ্যপ্রদেশে বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ভাড়াটিয়া সমকামী। তাঁদেরকে বাড়ি ছাড়তে বলেছিলেন বাড়িওয়ালা। তাঁরা বাড়ি ছেড়ে দেবেন বলেও সম্মত হয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট দিনে না বাড়ি ছাড়ায় বাড়িওয়ালারা গালিগালাজ করে। পরে দরজার খিল দিয়ে মারধর করে। ভাড়াটিয়ারা বলেন, তাঁরা ঘর খুঁজছিলেন। কিন্তু ঘর পাননি বলেই উঠে যেতে পারেননি।

[আরও পড়ুন: মমতার হাতেই মোদী বিরোধী জোটের লাগাম, চন্দ্রবাবুর সঙ্গে বৈঠকের আগেই বোঝালেন তিনি][আরও পড়ুন: মমতার হাতেই মোদী বিরোধী জোটের লাগাম, চন্দ্রবাবুর সঙ্গে বৈঠকের আগেই বোঝালেন তিনি]

চাকদহ থানায় অভিযোগ দায়ের করেছেন দুই যুবক। তাঁরা বলেন, তাঁদের একসঙ্গে থাকাটা মানতে পারেননি বলেই বাড়িওয়ালারা চড়াও হন। সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, তখন ওঁদের মানতে বাধা। আমরা দুই বন্ধু একসঙ্গে থাকি, চান না বাড়িওয়ালা।

[আরও পড়ুন:দিল্লির করোল বাগের বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে মৃত ৪][আরও পড়ুন:দিল্লির করোল বাগের বাজার এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে মৃত ৪]

English summary
Land lord is alleged to beat the gay couple at Nadia. The agitation occurs not to leave house on the date,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X