For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুকান্ত মজুমদারকে সরিয়ে কে হতে চান বিজেপির রাজ্য সভাপতি, ‘ফাঁস’ করলেন কুণাল

সুকান্ত মজুমদারকে সরিয়ে কে হতে চান বিজেপির রাজ্য সভাপতি, ‘ফাঁস’ করলেন কুণাল

Google Oneindia Bengali News

বাংলাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। তাঁরা এক বৃহত্তর ষড়যন্ত্র রচনা করেছে বাংলার জন্য। একুশের বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, সারা ভারত তা দেখেছে। তাই বিজেপি পূর্বপরিকল্পনা মতো বাংলাকে বদনাম করার রাস্তা নিয়েছে। বাংলা যখন সারা ভারতের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে, তখন উঠতে-বসতে বাংলাকে খাটো করে দেখার প্রয়াস চলছে বিজেপিতে।

স্পিরিট বুঝলে বিজেপি বাংলায় এমন গোহারা হত না

স্পিরিট বুঝলে বিজেপি বাংলায় এমন গোহারা হত না

শুধু বিজেপির তাবড় নেতা-নেত্রীদের নয়, এদিন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণা ঘোষ। তিনি লকেটকে নিয়ে ফের মুখ খোলেন এদিন। তিনি বলেন, লকেটের পক্ষে স্পিরিট বোঝার ক্ষমতা নেই। তাহলে বিজেপি বাংলায় এমন গোহারা হত না।

পার্টি যখন বাংলায় গোহারা, লকেট তখন ঠান্ডার দেশে

পার্টি যখন বাংলায় গোহারা, লকেট তখন ঠান্ডার দেশে

লকেটের বিরুদ্ধে আঙুল তুলে কুণাল ঘোষ জানান, লকেটের পার্টি যখন বাংলায় গোহারা হারে, তখন লকেট ঠান্ডার দেশে ঘুরে বেড়ান। লকেট অন্যের সমালোচনা করার আগে নিজের দিকটা দেখুন। বাংলার সংস্কৃতির সঙ্গে যোগাযোগ থাকলে, ফুটবল খেলাকে ছোট করে দেখতেন না। স্পিরিট বুঝতে পারলে, বাংলা থেকে এভাবে বিতাড়িত হতে হত না।

লকেটকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল বঙ্গ নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বে

লকেটকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল বঙ্গ নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বে

উল্লেখ্য, একুশের বিধানসভায় ও সাম্প্রতিক পুরসভা ভোটে নিজের লোকসভা ক্ষেত্রে গোহারা হেরেছেন লকেট চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটে দাঁড়িয়ে লকেটে নিজেও হেরেছেন। এরপর লকেট চট্টোপাধ্যায় বাংলা ছেড়ে উত্তরাখণ্ডের দায়িত্ব নিয়ে চলে যান। বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয়। তারপর থেকেই লকেটকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের সমালোচনাও করেন লকেট

বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের সমালোচনাও করেন লকেট

লকেট বাংলায় ফিরে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের পাশে দাঁড়ান। বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের সমালোচনাও করেন। সরাসরি মঞ্চে দাঁড়িয়ে তিনি বিজেপি বর্তমান নেতৃত্বকে একহাত নেন। এরপর বিজেপির বিক্ষুব্ধ ও বরখাস্ত হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসে যোগদানের পর লকেট ফের বিজেপিতে সক্রিয় হন।

লকেট সভানেত্রী হতে চাইছেন বিজেপিতে, কটাক্ষ কুণালের

লকেট সভানেত্রী হতে চাইছেন বিজেপিতে, কটাক্ষ কুণালের

আর এই আঙ্গিকে লকেট তৃণমূলের সমালোচনা শুরু করতেই পাল্টা দিতে ছাড়লেন না কুণাল গোষ। তিবনি বলেন, লকেট যা বলেছেন দুর্ভাগ্যজনর। আসলে উনি তো সভানেত্রী হতে চাইছেন বিজেপিতে। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরিয়ে তিনি সেই পদে বসতে চাইছেন।

অভিষেকের ফুটবল ক্লাবের পথচলা নিয়ে কটাক্ষ লকেটের

অভিষেকের ফুটবল ক্লাবের পথচলা নিয়ে কটাক্ষ লকেটের

এদিন নববর্ষের দিন থেকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পথচলা শুরু হয়। মহেশতলা বাটা স্টেডিয়ামে ক্লাবের উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুঁটি পুজোও করা হয়। প্রকাশিত হল জার্সির লোগো, তা নিয়ে কটাক্ষ করেন লকেট চট্টোপাধ্যায়। ফুটবল ক্লাবের উদ্বোধনকে খাটো করে দেখেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই লকেটকে একহাত নেন কুণাল।

বাংলায় প্রশাসন চলছে দলতান্ত্রিক প্রথায়, মমতার সরকারকে নিশানা সিপিএমের সুজনেরবাংলায় প্রশাসন চলছে দলতান্ত্রিক প্রথায়, মমতার সরকারকে নিশানা সিপিএমের সুজনের

English summary
Kunal Ghosh counters Locket Chatterjee that she wants to seat on Sukanta majumdar’s post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X