For Quick Alerts
For Daily Alerts
বেঙ্গালুরু বিস্ফোরণের পর অতিরিক্ত সজাগ কলকাতা পুলিশ
কলকাতা, ২৯ ডিসেম্বর : বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় বিস্ফোরণের পর আরও সজাগ হতে বলা হল কলকাতাকে। কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা একথা জানিয়েছেন।

নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থ পিটিআইকে জানিয়েছেন, বেঙ্গালুরুর বিস্ফারণের ঘটনায় পুলিশ সমবেদনা জানাচ্ছে। একইসঙ্গে কলকাতার নিরাপত্তা প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,"আমাদের পুলিশ বাহিনী সবসময়ই সজাগ রয়েছে। কোনও বিশেষ ঘটনা হলে উচ্চপর্যায়ের সতর্কতা জারির বিষয় নেই এখানে। আমরা সংবেদনশীল, আমরা এখন আরও সজাগ ও সতর্ক থাকব।"
উল্লেখ্য রবিবারের রাতে বেঙ্গালুরুর ব্যস্ত চার্চ স্ট্রিটে কম তীব্রতা সম্পন্ন আইইডি বিস্ফোরণ হয়। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আরও ১ জন গুরুতর জখন বলে জানা গিয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।