উষ্ণায়ন রুখতে ছেলের অন্নপ্রাসনে চারাগাছ বিলি কনস্টেবলের
ছেলর অন্নপ্রাসনকে স্মরণীয় করে রাখলেন কলকাতা পুলিসের কনস্টেবল তারকনাথ পাল। রায়গঞ্জের তুলসীতলার বাসিন্দা তিনি। নিজের শিশু সন্তানের অন্নপ্রাসন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একটি করে চারা গাছ উপহার দিলেন তিনি।

গাছ লাগাও প্রান বাঁচাও " এই চিন্তাধারাকে সামনে রেখে অনুষ্ঠানে আসা নিমন্ত্রিতদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন। তারকবাবুর এই উদ্যোগে খুশি পরিবারের লোকেরাও। রায়গঞ্জে এর আগে এমন উদ্যোগ কখনও হয়নি।
অভিনব এই উদ্যোগে খুশি আমন্ত্রিতরাও। খাওয়া দাওয়া সেরে শিশুকে আশীর্বাদ করে একটি করে চারা গাছ উপহার নিয়ে বাড়ি গিয়েছেন তাঁরা। তারকবাবুর সকল নিমন্ত্রিতদের কাছে আবেদন করেছে একটি করে গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করুন। এটাই হবে আমার ছেলের জন্য সেরা আশীর্বাদ। বিশ্ব উষ্ণায়ন রুখতে আরও বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সবুজায়ন করতে হবে । প্রায় পাঁচশো চারাগাছ বিলি করেছেন তিনি।