For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনগাঁ পুরসভায় অনাস্থা প্রক্রিয়া শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টের

একদিকে যখন কাঁচড়াপাড়া পুরসভা পুণর্দখল করে চাঙ্গা শাসক শিবির, ঠিক তখনই কোপ পড়ল বনগাঁ পুরসভায়। দলবদলের হিিড়কে হাতছাড়া হওয়ার পথে বনগাঁ পুরসভা। এই নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল-বিজেপি টানাপোেড়ন চলছিল।

Google Oneindia Bengali News

একদিকে যখন কাঁচড়াপাড়া পুরসভা পুণর্দখল করে চাঙ্গা শাসক শিবির, ঠিক তখনই কোপ পড়ল বনগাঁ পুরসভায়। দলবদলের হিিড়কে হাতছাড়া হওয়ার পথে বনগাঁ পুরসভা। এই নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল-বিজেপি টানাপোেড়ন চলছিল। বৃহস্পতিবার সেই টানাপোড়েনে ইতি টানল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে বনগাঁ পুরসভার অনাস্থা প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৭২ ঘণ্টা চরম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে পুর প্রক্রিয়া শেষ করতে বলেেছন হাইকোর্টের বিচারপতি।

বনগাঁ পুরসভায় অনাস্থা প্রক্রিয়া শুরুর নির্দেশ কলকাতা হাইকোর্টের

[আরও পড়ুন: পছন্দের বিয়েতে পিছনে গুণ্ডা! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মেয়ের অভিযোগে চাঞ্চল্য][আরও পড়ুন: পছন্দের বিয়েতে পিছনে গুণ্ডা! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মেয়ের অভিযোগে চাঞ্চল্য]

সম্প্রতি তৃণমূল কংগ্রেস শাসিত বনগাঁ পুরসভার ২১ জন কাউন্সিলরের মধ্যে ১২ জনই বিজেিপতে যোগ দিয়েছেন। তারপরেই বিজেপি অনাস্থা প্রস্তাব আনে। অভিযোগ বিজেপিতে যাওয়া ১২ জন কাউন্সিলরের অনাস্থা প্রস্তাবের সেই চিঠি চেয়্যারম্যান গ্রহণ করেননি। সেই চিঠি ভাইস চেয়্যারম্যানের হাতেও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কাজ হয়নি। ক্ষমতা ধরে রাখতে বনগাঁ পুরসভায় প্রশাসক বসানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। তরই প্রতিবােদ হাইকোর্টের দ্বারস্থ হন দলত্যাগী ১২ কাউন্সিলর। সিপিএমও সেই মামলায় শরিক হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার রায়দান করে হাইকোর্ট। অনাস্থা প্রক্রিয়া শুরু করার চরম সময়সীমা বেঁেধ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন:আর্থিক তছরূপের অভিযোগ, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বাড়িতে সিবিআই হানা ][আরও পড়ুন:আর্থিক তছরূপের অভিযোগ, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বাড়িতে সিবিআই হানা ]

English summary
Kolkata Highcourt orders to start no confidence process in Bangaon Municipality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X