বিজেপির খপ্পর থেকে কাঁচরাপাড়া উদ্ধার, বাপ-ছেলেকে তীব্র খোঁচা জ্যোতিপ্রিয়র
বিজেপির খপ্পর থেকে কাঁচরাপাড়া পুরসভা ফিরিয়ে এনে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের দলত্যাগের পর কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভা হাতছাড়া হতে বসেছিলেন তৃণমূলের। একাধিক কাউন্সিলর যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাদের ঘর ওয়াপসিতে তৃণমূলে ফের বসন্ত। আর এই পরিস্থিতিতে তৃণমূল সুযোগ পেয়েই খোঁচা দিল মুকুল রায়কে।

উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কাঁচরাপাড়া যে বাপ-ছেলের নয়, সেটা আবারও বোঝা গেল। কাঁচরাপাড়ার মানুষ ওদের তাণ্ডব থেকে মুক্তি পেয়েছে। আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। এতেই প্রমাণিত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ভাটপাড়া শান্ত হোক এটা চান না এমপি,এমএলএ এবং ওখানকার পুরসভার চেয়ারম্যান। সোমবার বিকালে তৃণমূল কংগ্রেসের ডাকে এক মহামিছিলে এসে এই কথা জানান জ্যোতিপ্রিয়। ২১ শে জুলাইয়ের শহিদ দিবসের সমর্থনে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানেই মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের উদ্দেশ্যে তোপ দাগেন জেলা তৃণমূল সভাপতি।