For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেরুয়া ডায়েরিতে লেখা আছে সব ‘অপরাধ’! ক্ষমতায় এলেই বদলা, হুঁশিয়ারি বিজেপি নেতার

ক্ষমতায় এলেই সমস্ত অপরাধের বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি গেরুয়া ডায়েরিতে সমস্ত অপরাধ নথিভুক্ত হচ্ছে।’

Google Oneindia Bengali News

বিজেপির ত্রিপুরা-বিজয়ের পর দেশজুড়ে প্রবল মূর্তি-বিতর্ক শুরু হয়েছে। আর সেই মূর্তি বিতর্কে সর্বশেষ সংযোজন বদলার হুঁশিয়ারি। ক্ষমতায় এলেই সমস্ত অপরাধের বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বিজেপি গেরুয়া ডায়েরিতে সমস্ত অপরাধ নথিভুক্ত হচ্ছে, এক এক করে সমস্ত অপরাধের বদলা নেওয়া হবে।'

গেরুয়া ডায়েরিতে লেখা আছে সব ‘অপরাধ’! ক্ষমতায় এলেই বদলা, হুঁশিয়ারি বিজেপি নেতার

[আরও পড়ুন: মুকুলের 'পরীক্ষা' চলেছে! ইশরাত পদ পেলেও, বিজেপিতে স্রেফ আঞ্চলিক নেতা 'চাণক্য' ][আরও পড়ুন: মুকুলের 'পরীক্ষা' চলেছে! ইশরাত পদ পেলেও, বিজেপিতে স্রেফ আঞ্চলিক নেতা 'চাণক্য' ]

তাঁর কথায়, 'ত্রিপুরার মতো এ রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। সেদিন কাউকে ছাড়া হবে না। আজ যাঁরা অপরাধ করছে, সবাইকে দেখে নেওয়া হবে।' উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার পর এ রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা হয়। মূর্তিতে কালিমালিপ্ত করা হয়। এই মূর্তি ভাঙার রেওয়াজ ছড়িয়ে পড়ে গোটা দেশেই।

গেরুয়া ডায়েরিতে লেখা আছে সব ‘অপরাধ’! ক্ষমতায় এলেই বদলা, হুঁশিয়ারি বিজেপি নেতার

[আরও পড়ুন: ফুল ছেড়ে তবে কি ভুল করেছেন কাঁচরাপাড়ার 'কাঁচাছেলে'! বিজেপিতে হতাশ মুকুলপন্থীরা][আরও পড়ুন: ফুল ছেড়ে তবে কি ভুল করেছেন কাঁচরাপাড়ার 'কাঁচাছেলে'! বিজেপিতে হতাশ মুকুলপন্থীরা]

শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার পর বিজেপি মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করে রাজ্যজুড়ে। তা নিয়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে জেলায় জেলায়। শাসক দলের সঙ্গে বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীদের উপর হামলার সময় পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। আর এ প্রসঙ্গেই বিজেপি নেতা শাসকদলকে উদ্দেশ্য করে বদলার বার্তা দেন।

তিনি বলেন, 'তাঁরা মূর্তি শুদ্ধিকরণ অভিযান শুরু করেছেন। সেখানে কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের দলের হুগলি জেলা সভাপতিকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। তবু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।' জয় বলেন, 'সমস্ত হামলাকারীদের চিহ্নিত করে রাখা হয়েছে। যে সমস্ত রাজনৈতিক কর্মীরা আমাদের মারল, যে সমস্ত পুলিশ সাহায্য করল তাঁদের নাম আমাদের গেরুয়া ডায়েরিতে নথিভুক্ত রয়েছে। ক্ষমতায় এলেই তাঁদের দেখে নেওয়া হবে।'

English summary
Joy Banerjee warns to TMC for all 'crimes' that written in BJP’s Diary. Joy Banerjee attacks TMC in Statue broken issue,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X