For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ক নিয়ে নতুন নিয়ম, করোনা ঠেকাতে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের কড়া সিদ্ধান্ত

মাস্ক নিয়ে নতুন নিয়ম, করোনা ঠেকাতে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের কড়া সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

করোনার (coronavirus) দ্বিতীয় ঢেউ হানা দেওয়ার অনেক পরে সম্বিত ফিরেছে প্রশাসনের। মাস্ক পরাতে রাস্তায় নেমেছেন পুলিশ কর্মীরা। অন্যদিকে যে গা ছাড়া ভাব দেখা গিয়েছিল পরিবহণকর্মীদের মধ্যে তারও কিছুটা সংশোধন হয়েছে। এবার আরও কড়া পদক্ষেপের অঙ্গ হিসেবে, কারও মুখে মাস্ক (mask) না থাকলে, তাঁকে বাসে ওঠান অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। যা নিয়ে চালক ও কন্ডাক্টরদের ইতি মধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।

রেলে জরিমানা আগেই কার্যকর হয়েছে

রেলে জরিমানা আগেই কার্যকর হয়েছে

শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে মাস্ক না পরার খেসারত ইতিমধ্যেই অনেকেই দিয়ে ফেলেছেন। রেলের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল ট্রেনে যাত্রার সময়ে কিংবা স্টেশনে মাস্ক ছাড়া অবস্থায় কাউকে দেখা গেলে রেলের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধিলঙ্ঘনের দায়ে ৫০০ টাকা করে জরিমানা করা হবে। এর মধ্যে মাস্ক না পরা ছাড়াও রয়েছে স্টেশন চত্বরে থুতু ফেলাও। জানানো হয়েছে আগামী ছয়মাস এই বিধি বলবত থাকবে।

মাস্ক ছাড়া মেট্রোয় উঠলেই জরিমানা

মাস্ক ছাড়া মেট্রোয় উঠলেই জরিমানা

মাস্ক ছাড়া মেট্রোয় উঠলেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে মেট্রারেলও। এক্ষেত্রে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। মানুষের বেপরোয়া মনোভাবে আতঙ্কিত শহরের চিকিৎসক মহলও।

শনিবার নির্দেশিকা জারি নবান্নের

শনিবার নির্দেশিকা জারি নবান্নের

গতবছরে মার্চ থেকে স্কুল-কলেজ গণপরিবরণ বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে চা চালু হলেও মাস্ক পরতেন অনেকেই, তবে সবাই নন। তবে দিন যত যেতে থাকে, করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর থেকেই বেশিরভাগ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। দেখা গেলেও তা ছিল থুতনির নিচে। যা নিয়ে সেই সময় অবশ্য প্রশাসনকেও কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। কিন্তু টনক পড়ে দ্বিতীয় ঢেউ আছড়ে পরার পর থেকে। একদিন পরে শনিবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, কোনও ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই বা শারীরিক দূরত্বের বিধি না মানতে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তরফে বিভিন্ন মোড়ে মাইক নিয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি কোনও কোনও জায়গায় জরিমানা আদায়ও করা হচ্ছে মাস্ক না পরার দায়ে।

 বাস সিন্ডিকেটের সিদ্ধান্ত

বাস সিন্ডিকেটের সিদ্ধান্ত

করোনা পরিস্থিতি ঘোরালো হতেই রাস্তায় লোকের সংখ্যা কমেছে। গাড়িতেও লোক কম। সেই পরিস্থিতিতে এবার কিছুটা হলেও কঠোর হল বাসমালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। এক নির্দেশিকা জারি করে সংগঠনের তরফে বলা হয়েছে যাত্রীদের পাশাপাশি বাসচালক এবং কন্ডাক্টরদেরও মাস্ক পরতে হবে।

English summary
Joint council of bus syndicate decides to wear mask compulsory for passenger, conductors and drivers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X