For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেসপকাণ্ডে গ্রেফতার সিইও অশোক আগরওয়াল, পিএফের টাকা তছরুপের অভিযোগ

জেসপ-কাণ্ডে গ্রেফতার করা হল সিইও অশোক আগরওয়ালকে। তাঁর বিরুদ্ধে পিএফের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ রয়েছে। দমদম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ অক্টোবর : এবার জেসপ-কাণ্ডে গ্রেফতার করা হল সিইও অশোক আগরওয়ালকে। তাঁর বিরুদ্ধে পিএফের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ রয়েছে। বিধাননগর সিআইডি দফতরে জিজ্ঞাসাবাদ পর্ব মিটে যাওয়ার পরই দমদম থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ২৪টি প্রতারণার মামলা রয়েছে।

গতকালই জেশপের কর্ণধার পবন রুইয়াকে তলব করে নোটিশ পাঠায় সিআইডি। মঙ্গলবার সেই নোটিশের প্রেক্ষিতে সিআইডি দফতরে যান পবন রুইয়া-সহ তিন জেশপ আধিকারিক। সিইও অশোক আগরওয়ালও গিয়েছিলেন সিআইডি দফতরে। এরই মধ্যে দমদম থানার পুলিশের কাছে তদন্তে উঠে আসে অশোকবাবুর নাম। তদন্তকারীরা জানতে পারেন তিনি রয়েছেন সিআইডি দফতরে। সেখানে গিয়েই সিইও-কে গ্রেফতার করা হয়।

জেসপকাণ্ডে গ্রেফতার সিইও অশোক আগরওয়াল, পিএফের টাকা তছরূপের অভিযোগ

জেশপে বারবার অগ্নিকাণ্ড ও যন্ত্রাংশ পাচারের ঘটনায় জড়িয়ে গিয়েছিল কারখানার কর্ণধার-সহ একাধিক আধিকারিকের নাম। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে নানা দুর্নীতিতে কর্তৃপক্ষের যোগসাজোশের কথা। তারপরই পবন রুইয়াকে সিআইডি দফতরে হাজিরার জন্য নোটিশ জারি করে সিআইডি। সেইমতো আধিকারিকদের নিয়ে জেশপ কর্ণধার যান সিআইডি দফতরে।

সাতদিনের মধ্যে দু-দু'বার জেশপে আগুন লাগার ঘটনা অনেক তথ্য সামনে এনে দিয়েছে। আগুনের পিছনে অন্তর্ঘাত রয়েছে বলে খোদ দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় অভিযোগ তোলার পরই মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্তভার হাতে নিয়েই কারখানা এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেয়। প্রকাশ্যে আসে, বন্ধ এই কারখানার নানা যন্ত্রাংশ চুরি ও পাচারের জন্যই বারবার আগুন লাগানো হচ্ছে। এমনকী কারখানার ভিতরে যে বহিরাগতদের আনাগোনা হয়, তার চিহ্নও স্পষ্ট হয়ে ওঠে। হাতনাতে একদল দুষ্কৃতীকে ধরেও ফেলে পুলিশ।

দফায় দফায় প্রায় ২২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে গ্রেফতার করা হয় ১৫ জনকে। এই ধৃতের তালিকায় যেমন দুষ্কৃতী রয়েছে, রয়েছেন অনেক ব্যবসায়ীও। ধৃতদের জেরা করে কর্তৃপক্ষের ভূমিকা সামনে চলে আসে। এরই মধ্যে রেলের ৮০ কোটি টাকার যন্ত্রাংশ চুরি ও পাচারের অভিযোগ উঠে আসে।

সরাসরি কারখানার মালিক পবন রুইয়ার নাম জড়িয়ে যায় এই দুর্নীতির সঙ্গে। তারপরই সিট গঠন করে তদন্ত নামে সিআইডি। এবার কারখানার মালিক পবন রুইয়াকে জেরা করে সেইসব ঘটনার সত্যতা যাচাই করতে তৎপর তদন্তকারীরা। এর মধ্যেই সিইও-গ্রেফতার জেশপ কাণ্ডে নতুন মোড় এনে দিল।

English summary
Jessop Fire : police arrest CEO Ashok Agarwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X