For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রার্থীর বিরুদ্ধেই উঠল শিশু-পাচারের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে বিপাকে বিজেপি

পঞ্চায়েত ভোটের আগে বেআইনি লেনদেনের অভিযোগে তিন বিজেপি নেতা গ্রেফতার হয়েছেন আগেই। তারপর ভোটের মুখে ফেরে জলপাইগুড়িতে নতুন বিপত্তিতে বিজেপি।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের আগে বেআইনি লেনদেনের অভিযোগে তিন বিজেপি নেতা গ্রেফতার হয়েছেন আগেই। তারপর ভোটের মুখে ফেরে জলপাইগুড়িতে নতুন বিপত্তিতে বিজেপি। বিজেপি প্রার্থী বিরুদ্ধে এবার উঠল শিশু পাচারের অভিযোগ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, তিনি দত্তক নেওয়ার নামে বেআইনি ব্যবসা চালাতেন। শিশু সুরক্ষা কমিশনেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ভোটের আগে।

প্রার্থীর বিরুদ্ধেই উঠল শিশু-পাচারের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে বিপাকে বিজেপি

[আরও পড়ুন: বাংলায় সবুজ ঝড় আরও উত্তাল হবে, পঞ্চায়েত নির্বাচনের আগেই 'ফলপ্রকাশ' মমতার][আরও পড়ুন: বাংলায় সবুজ ঝড় আরও উত্তাল হবে, পঞ্চায়েত নির্বাচনের আগেই 'ফলপ্রকাশ' মমতার]

বেআইনি টাকা লেনদেনের পর নাবালিকা অপহরণ ও শিশু পাচারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলা পরিষদের বিজেপি প্রার্থী অলোক সেন ও তাঁর স্ত্রী পম্মি সেনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আর ভোটের মাত্র দুদিন আগে এই অভিযোগে বিব্রত বিজেপি। যদিন বিজেপি জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী সাফ জানিয়েছেন, এসব তৃণমূলের চক্রান্ত। হারের ভয়ে তৃণমূল পুলিশকে দিয়ে এসব কাজ করাচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, একেবারে পঞ্চায়েত ভোটের মুখেই এই প্রশ্ন তোলা হল কেন? যদি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগই থাকে, তাঁর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে পারত পুলিশ-প্রশাসন। তা না করে পঞ্চায়েত ভোটের মুখে তাঁদের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে পাল্টা অভিযোগ বিজেপির।

গত ৯ মে বিজেপি প্রার্থী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নাবলিকা অপহরণের অভিযোগ করা হয়েছে। অভিযোগ, অলোক সেন তাঁর মেয়েকে জোর করে পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তাঁকে মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে। তাঁর নাবালিকা মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজ্য নির্বাচন কমিশন ও শিশু সুরক্ষা কমিশনেরও দ্বারস্থ হয়েছেন নাবালিকার মা। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এই ঘটনার তদন্ত নেমে বিজেপি প্রার্থী অলোক সেনের বিরুদ্ধে জালিয়াতির একাধিক অভিযোগ রয়েছে বলে জানতে পারে পুলিশ। এমনকী তাঁর বিরুদ্ধে সিবিআইও কিছু অভিযোগের তদন্ত করছে বলে জানতে পেরেছে। পুলিশ এখন অলোক সেনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই ব্যবস্থা নিতে চাইছে। যেহেতু পঞ্চায়েত ভোট সামনে, তাই এ ব্যাপারে ধীরে চলো নীতি নিচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: বেআইনি লেনদেনের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফায়দা হবে না তৃণমূলের, সাফাই দিলীপের][আরও পড়ুন: বেআইনি লেনদেনের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফায়দা হবে না তৃণমূলের, সাফাই দিলীপের]

English summary
Jalpaiguri BJP is in trouble in allegation of child trafficking before Panchayat Election. Three district leaders were arrested in allegation of illegal trading
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X