For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২১ জুলাই সমাবেশ, অভিষেকের 'সাধ্য' প্রমানের জন্য মঞ্চ তৈরি মমতার

Google Oneindia Bengali News

কলকাতা, ২১ জুলাই : প্রতিবছরের মতো এবছরও ২১ জুলাই সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। আরও একবার অঘোষিত বন্ধের চেহারা নিতে চলেছে মহানগরী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দেবেন আজ তৃণণূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশে।

এই সমাবেশের নিরাপত্তা ঘিরে ১৫ হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। শ্যামবাজার, শিয়ালদহ, সল্টলেত স্টেডিয়াম চত্ত্বর , খিদিরপুর, হাওড়া, হাজরা প্রভৃতি এলাকা থেকে ছোট ছোট মিছিল করে এসে সভাস্থলে যোগ দেবেন তৃণমূল কর্মীরা।

অন্যান্য বছরের মতোই এবছরের আয়োজন হলেও এবছর কিছু নতুনত্বও রয়েছে এই সমাবেশে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ে ডান হাত-বাম হাতে বলে পরিচিত দুই শক্তিশালী নেতা মুকুল রায় ও মদন মিত্র দুজনেই এবছর নেই। এদিকে ২০১৬ সালের বিধানসভা নিবাচনের আগে এবছরই শেষ ২১ জুলাই সমাবেশ। ফলে এই মঞ্চ থেকে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নিজের মন্তব্যে কী উঠে আসে তা উল্লেখযোগ্য।

{photo-feature}

এছাড়াও এই মঞ্চ থেকেই মুকুল-মদনের অনুপস্থিতিতে নিজের আদরের ভাইপো অভিষেকের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেন কি না তা দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।

সমাবেশের জন্য সকাল থেকেই স্ট্র্যান্ড রোড, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণী, সেন্ট্রাল অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, খিদিরপুর রোড, আউট্রাম রোড, জওহরলাল নেহরু রোড ইত্যাদি রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ শুরু করেছে কলকাতা পুলিশ।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের একটি মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। সেই মিছিলের পুরোভাগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ জন মারা গিয়েছিল পুলিশের গুলিতে। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তার পর থেকে প্রতি বছর এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে তা বাড়তি মাত্রা পায়।

English summary
In Martyrs’ Day rally, stage set for Abhishek to prove his might
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X