For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশমীতে রাত ১০ টা পর্যন্ত বিসর্জনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার

দশমীতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার। একাদশীর দিন মহরম থাকায় দশমীতে সন্ধে ছটার মধ্যে বিসর্জন পর্ব সেরে ফেলতে নির্দেশ দিয়েছিল সরকার। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

দশমীতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার। একাদশীর দিন মহরম থাকায় দশমীতে সন্ধে ছটার মধ্যে বিসর্জন পর্ব সেরে ফেলতে নির্দেশ দিয়েছিল সরকার। এর বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। শুক্রবার রাজ্য সরকার জানায় রাত দশটা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে।

দশমীতে রাত ১০ টা পর্যন্ত বিসর্জনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার

শুক্রবার হাইকোর্টে প্রধান বিচারপতি নিশীথা মাত্রে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি হয়। শুনানিতে আবেদনকারীর আইনজীবী বলেন, পঞ্জিকায় বিসর্জনের সময়সীমা রাত ১.৩০ পর্যন্ত। তাই সেই সময় পর্যন্ত বিসর্জনের সময়সীমা বাড়ানোর দাবি করেন তিনি। ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে সরকারি আইনজীবীর কাছে জানতে চান। সরকারি আইনজীবী কোনও উত্তর দিতে না পেরে সময় চান। সোমবার বিষয়টি নিয়ে রাজ্যের মত জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।

অগাস্টে নেতাজি ইন্ডোরে পুজো নিয়ে হওয়া সভায় মুখ্যমন্ত্রী একাদশীর দিন মহরম থাকায় দশমীর দিন সন্ধে ছটার মধ্যে প্রতিমা নিরঞ্জনের নির্দেশিকার কথা বলেছিলেন। একাদশীর দিন বাদ দিয়ে পরেও বিসর্জন চালানোর কথা জানিয়েছিলেন। সেই সময় সমালোচনার ঝড় ওঠে। বিজেপির তরফে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছিল। প্রতিমা নিরঞ্জনে সরকারি নির্দেশিকা অমান্য করতে পুজো কমিটিগুলির প্রতি আর্জি জানায় সংঘ পরিবার।

English summary
Immersion time for durga has been extended till 10pm on dasami. State government representative told this in the HC on friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X