For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইনে কোন গোপন চোরাপথে অস্ত্র ব্যবসা চালায় 'মাওবাদী লিঙ্ক ম্যান'! চরম চাঞ্চল্যকর তথ্যের হদিশ

  • |
Google Oneindia Bengali News

এবার পশ্চিমবঙ্গের এসটিএফএর জালে ধৃত এক মাওবাদী লিঙ্ক ম্যানকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, অনলাইন শপিং এর আড়ালে বন্দুক কেনাবেচার চক্র চলেছে এদেশের মাও অধ্যুষিত একাধিক জায়গায়। এমনই বহু চাঞ্চল্যকর তথ্য উঠতে শুরু করেছে।

 মাও লিঙ্কম্যান ও পুরুলিয়া অস্ত্র পাচার কাণ্ড

মাও লিঙ্কম্যান ও পুরুলিয়া অস্ত্র পাচার কাণ্ড

উল্লেখ্য, পুরুলিয়া অস্ত্র পাচার কাণ্ডে মাওবাদী লিঙ্কম্যান রবিকান্ত কুমারকে জেরা করে একের পর এক ভয়ঙ্কর তথ্য় পেয়েছে পুলিশ। রবিকান্তের ওয়েবসাইট ক্র্যাক করে এমন ১০০ জনের হদিশ পুলিশ পেয়েছে যারা অনলাইনে শপিং এর নামে বন্দুক কেনাবেচা করত।

সারান্ডার জঙ্গল ও বন্দুক কেনাবেচা

সারান্ডার জঙ্গল ও বন্দুক কেনাবেচা

এই ১০০ জনের তালিকা থেকে 'বাহুবলী'দের নাম আলাদা করেছে পুলিশ। এছাড়া অনেকেই নিজের আত্মরক্ষার জন্য বন্দুক কিনেছেন বলে খবর। সারান্ডার জঙ্গলের কাছে বহু অধিবাসীই এমন কাণ্ড করেছে। তবে তাদের সঙ্গে মাওবাদী যোগ রয়েছে কী না, নাকি কেবল দুর্নীতির হাত ধরে এই অস্ত্র কেনাবেচা হয়েছে , তা খতিয়ে দেখছে এসটিএফ।

অন্তঃরাজ্য বন্দুক পাচার চক্র

অন্তঃরাজ্য বন্দুক পাচার চক্র

এসটিএফ জানিয়েছে , অন্তঃরাজ্য বন্দুক পাচার চক্রের হাত রেছে বহুদূর। পুরুলিয়া অস্ত্রকাণ্ডে এই রবিকান্তের মতো নাম এসে গেলেও, ঝাড়খণ্ড , বিহার, ছত্তিশগড়ের বিভিন্ন রাজ্যে এই জাল ছড়িয়ে রয়েছে। পুলিশের দাবি, মাও উপদ্রুত এলাকায় এই জাল সবচেয়ে বেশি ছড়িয়ে রয়েছে।

জেলাশাসকদের নাম ভাঙিয়ে কারবার

জেলাশাসকদের নাম ভাঙিয়ে কারবার

জেলাশাসকদের নামে ভুয়ো স্ট্যাম্প বানিয়ে এই বেআইনি কারবার চালাত ওই মাওবাদি লিঙ্কম্যান। আপাাতভাবে অনলাইন শপিং দেখিয়ে এই গোটা প্রক্রিয়া চালাত তারা।

English summary
Illegal Weapons Online business in west Bengal caught by STF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X