For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা তিনবার, এসএফআইকে হারিয়ে প্রেসিডেন্সিতে ‘হ্যাটট্রিক’ আইসি-র

যাদবপুরে ফিরলেও প্রেসিডেন্সিতে জয় অধরাই রয়ে গেল এসএফআই-এর। পাঁচটি আসনেই হার হল সিপিএমের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের প্রার্থীদের।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩১ জানুয়ারি : যাদবপুরে ফিরলেও প্রেসিডেন্সিতে জয় অধরাই রয়ে গেল এসএফআই-এর। পাঁচটি আসনেই হার হল সিপিএমের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের প্রার্থীদের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরিচালন ভার রইল 'স্বাধীন' হাতেই। অর্থাৎ প্রেসিডেন্সিতে জয়ী হল আইসি। টানা তিনবার আইসি-র হাতেই রইল প্রেসিডেন্সির ক্ষমতা। কোনও রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে টানা তিনবার হারিয়ে হ্যাটট্রিক করল স্বাধীন এই ছাত্র সংগঠন।[শিক্ষাঙ্গনে স্বাধীন মত প্রকাশের অধিকার বিপন্ন, প্রেসিডেন্সিতে কেন্দ্রের সমালোচনায় মনমোহন]

এবারের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল, ভোটদাতাদের প্রায় ৫০ শতাংশের অনুপস্থিতি। তার উপর এবারই প্রথম নোটা চালু হয় প্রেসিডেন্সিতে। সেই নোটায় ভোট পড়েছে দশ শতাংশের বেশি। ফলে নিশ্চিত হয়ে যায় এসএফআই-এর হার।[কাকে নিয়ে গেল কান! দেখব পরে, আগে দৌড় লাগান দেখি]

টানা তিনবার, এসএফআইকে হারিয়ে প্রেসিডেন্সিতে ‘হ্যাটট্রিক’ আইসি-র

প্রশ্ন উঠেছে, এত বেশি সংখ্যক ছাত্রছাত্রী কেন অনুপস্থিত থাকলেন ভোটদানে? এটা কি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি অনাস্থা? শেষপর্যন্ত অতিরিক্ত কঠোর মনোভাবেই কি কেউ বিশ্ববিদ্যালয় নির্বাচনমুখো হলেন না?['কিস অফ লাভ' প্রতিবাদে শামিল যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়ারা]

এ প্রশ্নের উত্তর খোঁজা এখন চলবে। তার মধ্যে এটাই চূড়ান্ত যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শাসনভার আরও এক বছর থাকবে 'স্বাধীন' হাতে। মাঝে কয়েক বছর প্রেসিডেন্সিতে এসএফআই ক্ষমতায় এলেও আপাতত স্বাধীনচেতাই থাকা পছন্দ প্রেসিডেন্সির।

English summary
Consecutive three times. IC created 'hat-trick' to lose SFI in Presidency University.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X